Uluberia: সময়ে অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগী-মৃত্যুর অভিযোগ, শ্যামপুর গ্রামীণ হাসপাতালে অব্যবস্থার ছবি
Uluberia: পরিবারের দাবি, অনেক ডাকাডাকির পর গেট খোলা হয়। শুরু হয় চিকিৎসা। প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু রোগীকে নিয়ে যাওয়ার জন্য ছিল না অ্যাম্বুলেন্স।

উলুবেড়িয়া: এক রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা শ্যামপুরের কমলপুর গ্রামীণ হাসপাতালে। সময়ে অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত্যুর অভিযোগ। জানা গিয়েছে, মৃতের নাম সুলতানা বেওর (৫৫)।
জানা গিয়েছে, শ্যামপুরের শিবগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়িতে যান সুলতানা। সেখানেই শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় কমলপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখেন জরুরি বিভাগের গেটে তালা।
পরিবারের দাবি, অনেক ডাকাডাকির পর গেট খোলা হয়। শুরু হয় চিকিৎসা। প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু রোগীকে নিয়ে যাওয়ার জন্য ছিল না অ্যাম্বুলেন্স।
হাসপাতাল থেকে বিভিন্ন অ্যাম্বুলেন্স চালকদের নম্বর দেওয়া হয়। কিন্তু কেউই যেতে রাজি হননি বলে অভিযোগ। পরিবারের দাবি, বাধ্য হয়েই মারুতি ভ্যানে উলুবেড়িয়া নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু সময়ে হাসপাতালে পৌঁছতে না পারাতেই মৃত্যু হয় সুলতানার। যদিও এই নিয়ে গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





