Uluberia: বিয়ের পর প্রথমবার জামাইষষ্ঠীতে বাড়িতে আসার কথা, নববধূর মর্মান্তিক পরিণতি!

Uluberia: সমাজমাধ্যমে উলুবেড়িয়ার বাগাণ্ডার যুবক ঋত্বিক মজুমদারের সঙ্গে পরিচয় হয়েছিল প্রীতির। মাস ছয়েক আগে তাঁদের বিয়েও হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই ঋত্বিকের পরিবারের সদস্যরা প্রীতির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন বলে অভিযোগ।

Uluberia: বিয়ের পর প্রথমবার জামাইষষ্ঠীতে বাড়িতে আসার কথা, নববধূর মর্মান্তিক পরিণতি!
মৃত গৃহবধূImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 02, 2025 | 5:31 PM

উলুবেড়িয়া: জামাইষষ্ঠীতে  বাড়িতে যাওয়ার কথা ছিল। বাড়ির লোকেদের সঙ্গে কথাও হয়ে গিয়েছিল। কিন্তু তারপর আচমকাই একটা ফোন এল!  বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন তাঁদের মেয়ে! সদ্য বিবাহিত বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে  উলুবেড়িয়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে লতিবপুরে। পুলিশ জানায় মৃতের নাম প্রীতি বাগ মজুমদার (২৫)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমে উলুবেড়িয়ার বাগাণ্ডার যুবক ঋত্বিক মজুমদারের সঙ্গে পরিচয় হয়েছিল প্রীতির। মাস ছয়েক আগে তাঁদের বিয়েও হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই ঋত্বিকের পরিবারের সদস্যরা প্রীতির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন বলে অভিযোগ। পরিবারকে প্রথমে সেকথা বলতে পারেননি প্রীতি। পরে তিনি বলেছিলেন। কিন্তু পরিবারের সদস্যরা তাঁকে বোঝানোরও চেষ্টা করেছিলেন।

জামাইষষ্ঠীর দিনই বহুতল থেকে ঝাঁপ দেন প্রীতি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রীতির মামা বলেন, “ভাগ্নিকে ছোটবেলা থেকে মানুষ করেছি। আমিই দেখভাল করত। ৭ বছর ধরে প্রেম করেছে। তারপর বিয়ে করে। বিয়ের পর থেকেই অশান্তি। আমাকে আগে জানায়নি। জামাই আসলে বাবা-মায়ের বিরুদ্ধে কিছু বলত না।”