হাওড়া: তৃণমূল (TMC)-এর প্রার্থী তালিকা প্রকাশের পর জায়গায় জায়গায় ক্ষোভ অব্যাহত। এবার একই ছবি দেখা গেল বিজেপি (BJP)-তেও। সদ্য তৃণমূলত্যাগী সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ওই কেন্দ্রেই টিকিট দিয়েছে বিজেপি। এবার হাওড়ার পাঁচলাতেও তৃণমূলত্যাগী বিজেপি প্রার্থীকে (BJP Candidate) নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। ট্রাকে করে এসে বিজেপি কর্মীরা ভাঙলেন পার্টি অফিস। এমনকি চেষ্টা হল আগুন ধরানোরও!
রবিবার তৃতীয় ও চতুর্থ দফার তালিকা প্রকাশ করেছে বিজেপি। হাওড়া পাঁচলা বিধানসভার বিজেপি প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছে মহিত লাল ঘাঁটির নাম। আর তার পরেই প্রার্থী প্রত্যাহারের দাবিতে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পার্টি অফিস ভাঙচুর চালাল পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব ও কয়েকশো কর্মী ও সমর্থক। ভাঙা হল জানালার কাচ থেকে পার্টি অফিসের চেয়ার ও অন্যান্য আসবাবপত্র। এমনকি পার্টি অফিসে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ। যতক্ষণ না বিজেপি প্রার্থী পরিবর্তন করা হচ্ছে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেন কয়েকজন সমর্থক।
প্রসঙ্গত, পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী মোহিত লাল ঘাঁটি কয়েক মাস আগেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেন। আর রবিবার বিজেপির প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা হওয়ার পর রীতিমতো বিদ্রোহ শুরু করে দেন আদি বিজেপি কর্মী ও সমর্থকেরা। পুরনো বিজেপি সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। কিছুক্ষণের বেশ কয়েকটি ট্রাকে করে পাঁচলার বিজেপি সমর্থকরা উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি গ্রামীণ সদর অফিস এসে ব্যাপক ভাঙচুর চালায়। আগুন লাগানোর চেষ্টাও হয় সেখানে। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: পোস্টার লাগানোকে কেন্দ্র করে ধুন্ধুমার তৃণমূল-বিজেপির, মার খেলেন ৬৪ বছরের বৃ্দ্ধা
এদিকে এই দলীয় কার্যালয় ভাঙচুর ও নিজেদের কর্মীবিক্ষোভ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা বিজেপি নেতৃত্ব। কেউই এ নিয়ে মুখ খুলতে চাননি।