
হাওড়া: হাওড়া জেলার শ্রীপূর্ণা পার্ক সকলের জেলার লোকজনের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। এই পার্কের বিশেষত্ব হল, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে তুলে ধরে এখানে নানারকম ইনস্টলেশন করা আছে। দেওয়ালের আঁকিবুকিতেও লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে নানা প্রকল্পের ছোঁয়া। এবার এই পার্কের আদলেই কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। সেইমতো সোমবার হাওড়ার এই পার্ক দেখতে আসেন কলকাতা পুরনিগম ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএর (Kolkata Metropolitan Development Authority) একটি দল। হাওড়া পুরনিগমের উদ্যোগে ফোরশোর রোডে তৈরি করা হয় শ্রীপূর্ণা পার্ক। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই পার্কের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনপ্রকল্পকে তুলে ধরা হয়েছে এই ৩২৬ মিটার দীর্ঘ পার্কে।
ফোরশোর রোড ধরে যাওয়ার সময় চোখে পড়ে স্বাস্থ্যসাথী, সবুজসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু-সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের ছবি। সূত্রের খবর, ফোরশোর রোড ধরে যাওয়ার সময় এই পার্ক দেখে মুগ্ধ হন মুখ্যমন্ত্রীও। কোলকাতা-সহ রাজ্যের অন্যান্য জায়গায় এবার এই ধরনের পার্ক তৈরির উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট দফতর।
সোমবার কলকাতা পুরসভার সিভিল ও লাইটিং বিভাগের আধিকারিকরা শ্রীপূর্ণা পার্ক সরেজমিনে ঘুরে দেখেন। প্রয়োজনীয় যা কিছু নথিবদ্ধ করার তাও করেন। এরপর রিপোর্ট জমা পড়বে বলে সূত্রের খবর। এদিন জেলায় এক অনুষ্ঠানে এসে এ প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, হাওড়ার কাছ থেকে কলকাতা সবসময়ই নতুন জিনিস শিখেছে। সে কারণেই কেএমডিএর একটি দলকে এই পার্ক দেখতে পাঠানো হয়। লক্ষ্য একটাই, আগামিদিনে কলকাতায় ও রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের অত্যাধুনিক পার্ক যাতে আরও বেশি করে তৈরি করা যায়।