Howrah School: ‘সোনাবাবু স্কুলটা করতে কে বলেছিল?’, স্কুল প্রতিষ্ঠাতার মাথায় থাপ্পড় মারছে ছাত্র, মুখে অশ্রাব্য গালিগালাজ

Subrata Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Mar 16, 2023 | 5:23 PM

Howrah: এর আগে বাঁকুড়ায় এক ছাত্রকে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল শিক্ষককে হুমকি দিতে দেখা গিয়েছিল।

Howrah School: সোনাবাবু স্কুলটা করতে কে বলেছিল?, স্কুল প্রতিষ্ঠাতার মাথায় থাপ্পড় মারছে ছাত্র, মুখে অশ্রাব্য গালিগালাজ
নিন্দায় সরব নেটিজেনরা।

Follow Us

হাওড়া: শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এই মুহূর্তে তোলপাড় রাজ্য। স্কুল-কলেজগুলিতে পঠনপাঠন নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন ওঠে। প্রজন্ম তৈরির কারিগর যাঁরা, সেই শিক্ষকদের একটা বড় অংশের বিরুদ্ধে এখন টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন বহু শিক্ষক। আর এসবের মধ্যেই লজ্জার এক ছবি ধরা পড়ল হাওড়ার (Howrah) মকরদহ বামাসুন্দরী ইনস্টিটিউশনে। স্কুলের প্রতিষ্ঠাতার মূর্তিতে চর থাপ্পড় মারা ও অকথ্য ভাষায় গালিগালাজ করার ভিডিয়ো এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি দেখে নিন্দায় সরব বিভিন্নমহল। যদিও স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে কোনও কথা বলতে নারাজ। যে ছেলেটিকে এমন কুরুচিকর ঘটনা ঘটাতে দেখা যাচ্ছে ভিডিয়োয়, সে আদৌ এই স্কুলের ছাত্র কি না তাও নিশ্চিত করে জানা যায়নি। তবে এই ঘটনার পরই ডোমজুড় থানার পুলিশ ওই ছেলেটিকে থানায় ডেকে পাঠায়। জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে তাকে। কেন এমন ঘটনা সে ঘটাল, সঙ্গে কারা ছিল সবই জানতে চায় পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি যিনি শেয়ার করেছেন, তিনি লিখেছেন, ‘শতবর্ষের লজ্জা! এরা এই স্কুলে পা রাখার যোগ্য নয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত স্কুল কর্তৃপক্ষের। সামাজিক পরিস্থিতির অবনতি এদের দেখলেই বোঝা যায়।’ শিক্ষামহলের প্রতিক্রিয়া, এই ভিডিয়ো বুঝিয়ে দিচ্ছে, শুধু শিক্ষাব্যবস্থার অবনতিই ঘটেনি, একটা প্রজন্ম অবক্ষয়ের পথে হারাতে বসেছে।

ভিডিয়োতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, তার বয়স ১৬-১৭ বছর খুব বেশি হলে। শিক্ষার ভিতটুকু যদি তৈরি হতো, তাহলে এ ধরনের কথা তাঁর মুখে শোনা যেত না বলেই মত ওয়াকিবহাল মহলের। এই ঘটনায় সরব হয়েছেন স্কুলের প্রাক্তনীরাও। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ছেলে স্কুল প্রতিষ্ঠাতার মাথায় সমানে থাপ্পড় মারছে। মুখে বলছে, ‘আহা সোনাবাবু স্কুলটা করতে কে বলেছিল?’ সঙ্গে কুরুচিকর কথা।

এর আগে বাঁকুড়ায় এক ছাত্রকে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল শিক্ষককে হুমকি দিতে দেখা গিয়েছিল। পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করছিল বিষ্ণুপুর শহরের কে এম হাইস্কুলে সিট পড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের কয়েকজন। শিক্ষকরা তাদের আটকাতে গেলে মারমুখী হয়ে ওঠে তারা। একজন আবার শাসিয়েছিল শিক্ষককে। বলেছিল, ‘জানে মেরে দেব’। এবার হাওড়ায় স্কুল প্রতিষ্ঠাতার মূর্তিকে থাপ্পড়! শিক্ষামহল বলছে, ‘এরপরও অবক্ষয়ের কিছু বাকি আছে?’

Next Article