ডোমজুড়: ডিসিআরসি সেন্টারের পাঁচিল ভাঙা। যার জেরে তুমুল উত্তেজনা। খবর কানে পৌঁছনো মাত্রই ব্যাপক বিক্ষোভ বিরোধীদের। তাদের বক্তব্য শাসকদল ভোট লুঠের জন্যই এই কাজ করেছে। যদিও, অভিযোগ অস্বীকার তৃণমূলের। এ দিকে, ডোমজুড়ের বিডিও-র দাবি গণনার সুবিধার জন্য ওই পাঁচিল ভাঙা হয়েছে। যা নিয়ে তৈরি হল বিতর্ক।
ঘটনাস্থল হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজের ডিসিআরসি সেন্টারের। রবিবার রাত্রিবেলা হঠাৎ দেখা যায় ডিসিআরসি সেন্টারের পাঁচিল কাটা। খবর রটে যেতেই দ্রুত উপস্থিত হন সিপিএম ও বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের বক্তব্য, স্ট্রংরুম থেকে ব্যালট বক্স লুঠ করার পরিকল্পনা করেছে শাসক দল তৃণমূল। সেই কারণেই ডিসিআরসি সেন্টারের পেছনের দেওয়াল কাটা হয়েছে।
তবে ডোমজুড়ের বিডিও-র বক্তব্য, গণনা প্রক্রিয়া সুষ্ঠভাবে করার জন্যই ওই পাঁচিল কাটা হয়েছে। যেহেতু ওই পাঁচিল কাটা নিয়ে সমস্যা সেই কারণে বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি সেখানে আপাতত বন্ধ রাখা হয়েছে। পুনরায় গণনার দিন আবারও ভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিতেই খোলা হবে।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, “তৃণমূল কংগ্রেসকে কখনও ভোট লুঠ করতে হয় না। রাম-বাম একত্রিত হয়ে জোট বেঁধে মিথ্যাচার করছে। সেই রকমই ডোমজুড়েও করার চেষ্টা করছে।” এলাকার স্থানীয় বিজেপির স্থানীয় নেতা বলেন, “তৃণমূল স্ট্রং রুমের দেওয়াল ভেঙেছে ব্যালট বাক্স চুরি করার জন্য। বিজেপি কর্মীরা যখন প্রতিবাদ করে ওই জায়গা দেখতে চাইছে পুলিশ তাদের যেতে দিচ্ছে না।”