বালি: গণনার দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বালির নিশ্চিন্দা। সেখানে পল্লীমঙ্গল বিদ্যামন্দির স্কুলে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সিপিএম-এর স্ট্যাম্প মারা একগুচ্ছে ব্যালট পেপার জানলা দিয়ে গণনাকেন্দ্রের বাইরে ফেলে দেওয়া হয়। সেই পেপারগুলি তুলে এনে ফের গণনাকেন্দ্রে পৌঁছে দিতে যান বাম সমর্থকরা। গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভে সামিল হন তাঁরা।
এ দিকে, ব্যালট পেপার ফেলে দেওয়ায় তীব্র গণ্ডগোল তৈরি হয় ওই এলাকায়। অভিযোগ, বাম কর্মীরা তৃণমূল কর্মী কমল দাসের মাথা ফাটিয়ে দেয়। পাল্টা তৃণমূল কর্মীরা অপর বাম কর্মীর মাথা দিয়েছে বলে অভিযোগ।
শুধু তাই নয়, বিক্ষুব্ধ সিপিএম কর্মীদের বিরুদ্ধে গণনাকেন্দ্রের গেট ভাঙচুরের অভিযোগ ওঠে। মেটাল ডিডেক্টর ভেঙে নর্দমায় ফেলে দেওয়া হয়। তৃণমূল এবং সিপিএম কর্মীরা একে অপরকে নর্দমায় ফেলে বেধড়ক মারধর করেন।