ডোমজুড়: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দু’বছর ধরে শারীরিক সম্পর্কের অভিযোগ। পরে বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক। বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনেই ধরনা ও আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। যদিও, প্রেমিকের দাবি, তিনি যাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাঁর আগে বিয়ে হয়ে গিয়েছে। সেটা জানার পরই তিনি বেরিয়ে আসতে চাইছিলেন। কিন্তু মহিলার আবার বক্তব্য, তিনি যে বিবাহিত আগেই জানিয়েছিলেন। তারপরও তাঁর সঙ্গে ‘লাইন’ করে ওই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত কেশবপুর এলাকায়।
জানা গিয়েছে, অভিযোগকারী মহিলার দাবি, দু’বছর ধরে হাওড়ার জগৎবল্লভপুর বাকুল তাঁতিপাড়া এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এমনকী ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দেন তাঁকে। অভিযোগ, একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তাঁরা। তবে আচমকাই নাকি বেঁকে বসেছেন প্রেমিক। বিয়ে করতে অস্বীকার করছেন তাঁকে।
এরপরই প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসেন ওই মহিলা। এরপর ওই যুবকের বাড়ির সামনে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। সঙ্গে-সঙ্গে এলাকার মানুষজন তাঁকে ধরে ফেলেন।যদিও, এই বিষয়ে ওই যুবকের পরিবার জানান, ওই মহিলা এর আগে দু’বার বিয়ে করেছেন। সেই কারণেই তার ছেলে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল।
অভিযোগকারী মহিলা বলেন, “আমি আগে থাকতেই বলেছিলাম আমার বিয়ে হয়ে গিয়েছে। ও বলেছিল সংসার করবে। তুই একটু মানিয়ে নিয়ে চলিস। এখন বিয়ে করতে চাইছে না। ও এখন বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।” নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই যুবক বলেন, “ফেসবুকে পরিচয় হয়েছে। ধীরে-ধীরে লাইন হয়ে গিয়েছে। ও সেই সময় একবারও বলেনি ও বিবাহিত। পরে জানার পর ওর থেকে সরে যেতে চেয়েছিলাম। এখন ও মিথ্যে বলছে। ও নাকি আমার সন্তানের মা। আমি বলেছিলাম প্রমাণ দিতে। সেটা দিতে পারছে না। উল্টে পঞ্চাশ হাজার টাকা দাবি করছে। ওমন মহিলাকে বিয়ে করার থেকে মরে যাওয়া ভাল।”