Howrah: কিছুদিন আগেই ক্যানসারের অপারেশন, মোবাইল চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

Howrah Case: খবর পেয়ে বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, আড়াই মাস আগেই ক্যানসার আক্রান্ত আলাউদ্দিনের মুখে একটি বড় অস্ত্রোপচার হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে।

Howrah: কিছুদিন আগেই ক্যানসারের অপারেশন, মোবাইল চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি Image Credit source: ChatGPT

| Edited By: জয়দীপ দাস

Jan 08, 2026 | 8:25 PM

সাঁকরাইল: হাওড়ার সাঁকরাইল থানা এলাকায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। মৃত যুবকের নাম শেখ আলাউদ্দিন (৩০)। তিনি পাঁচপাড়ার বাসিন্দা ছিলেন। অভিযোগ, বৃহস্পতিবার সকালে আন্দুল রোডের ভরপাড়া এলাকায় জনৈক এক পথচারীর মোবাইল কেড়ে নিয়ে তিনি পালাচ্ছিলেন। সেই সময়ই স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এরপরেই শুরু হয় দফায় দফায় গণপিটুনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। 

খবর পেয়ে বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, আড়াই মাস আগেই ক্যানসার আক্রান্ত আলাউদ্দিনের মুখে একটি বড় অস্ত্রোপচার হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। তাঁর বাবা শেখ আমিনুদ্দিন জানান, গত বুধবার রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি আলাউদ্দিন। ইদানিং তিনি মাকদের প্রতি তাঁর আসক্তি বেড়ে গিয়েছিল বলেও পরিবার সদস্যরা জানাচ্ছেন। এদিন বেলার দিকে পুলিশের ফোন পেয়ে হাসপাতালে পৌঁছে ছেলের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। ছেলের অসুস্থতার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতার বাবা শেখ আমিনুদ্দিন। 

হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মোবাইল ছিনতাইয়ের জেরে গণপিটুনির বিষয়টি উঠে এসেছে। পুলিশের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের সময় স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে।