Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Water Pump: মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে পাম্পের অবৈধভাবে জল তোলার অভিযোগ, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

গুদাম ঘরের ভিতর অবৈধভাবে সাবমার্শবল পাম্প বসিয়ে জল বিক্রির অভিযোগ উঠেছে হারাধন ঘোষ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। প্রশাসনের নজর এড়াতে অভিযুক্ত অভিনব ফন্দি এঁটেছিল বলে অভিযোগ।

Water Pump: মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে পাম্পের অবৈধভাবে জল তোলার অভিযোগ, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2023 | 6:03 AM

দুর্গাপুর: সাবমার্শবল পাম্পের মাধ্যমে বেআইনি ভাবে জল তোলা হচ্ছে। সেই জল তুলে সরবরাহ হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো গাড়িতে। এই অভিযোগের ব্যাপারে জানতেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও রবিবার দুপুরে দিলেন তিনি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের ধবনি বাসস্ট্যান্ড এলাকায় রয়েছে একটি কৃষিজ সামগ্রীর দোকান। সেই দোকানের পাশে গুদামের ভিতর অবৈধভাবে সাবমার্শবল পাম্পের মাধমে জল তোলা হচ্ছে বলে অভিযোগ। তারপর জানালার মধ্যে পাইপ রেখে সেই জল মুখ্যমন্ত্রীর ছবি লাগানো ট্যাঙ্কারে ভরা হচ্ছে। ট্যাঙ্কারে করে সরবরাহ করা হচ্ছে জল।

গুদাম ঘরের ভিতর অবৈধভাবে সাবমার্শবল পাম্প বসিয়ে জল বিক্রির অভিযোগ উঠেছে হারাধন ঘোষ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। প্রশাসনের নজর এড়াতে অভিযুক্ত অভিনব ফন্দি এঁটেছিল বলে অভিযোগ। অবৈধ সাবমার্শবল পাম্পের মালিক হারাধন ঘোষকে পাওয়া না গেলেও জল সরবরাহকারী ট্যাঙ্কারের মালিক দাবি করেছেন, তাঁরা বৈধভাবেই করছেন সব কিছু। ভূগর্ভস্থ জল তোলার জন্য অনুমতি নেওয়া হয়েছে পঞ্চায়েতের কাছে। যদিও প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত কোনও রকম অনুমতি দেয়নি।

এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে যদি এই ধরনের কাজ কেউ করে থাকে তাহলে বরদাস্ত করা হবে না। স্থানীয় প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখবে এবং এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।