Indian Army in North Bengal: পরের সপ্তাহেই উত্তরবঙ্গে বন্দুক-আর্টিলারি নিয়ে নামবে সেনা, এবার কি তবে বড় পদক্ষেপ?

Indian Army in North Bengal: কিন্তু শুধু পাকিস্তান বা চিনকে ভয় দেখাতেই কি হঠাৎ আয়োজন হল এই ড্রিলের? সেনা সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁও হামলার পর থেকে দেশের মধ্যে যে যুদ্ধকালীন আবহ তৈরি হয়েছে।

Indian Army in North Bengal: পরের সপ্তাহেই উত্তরবঙ্গে বন্দুক-আর্টিলারি নিয়ে নামবে সেনা, এবার কি তবে বড় পদক্ষেপ?
প্রতীকী ছবিImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Apr 28, 2025 | 12:30 PM

শিলিগুড়ি: পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে উত্তরবঙ্গের আকাশে পাক খেতে দেখা গিয়েছিল রাফাল যুদ্ধবিমানকে। ভারতীয় সেনা যে তলে তলে কিছু একটা পরিকল্পনা করছে, তা আগাম ইঙ্গিত দিয়েছিলেন বিশেষজ্ঞরাও। এবার এই আবহেই উত্তরবঙ্গে মেগা ড্রিল করতে চলেছে সেনা। জানা গিয়েছে, আগামী ৮ই মে সেখানে হতে চলেছে এই সামরিক মহড়া।

সূত্রের খবর, শুধুই উত্তরবঙ্গই নয়। গোটা ইস্টার্ন কমান্ড জুড়েই এখন জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এছাড়াও, যখন কাশ্মীরে বিশেষ ‘অ্যাকশনে’ নেমেছে ভারতীয় সেনা। সেই পরিস্থিতিতে পাক সীমানা সংলগ্ন অঞ্চল, যেমন গুজরাট, রাজস্থান, পঞ্জাব এলাকাতেও মোতায়েন হয়েছে আরও জওয়ান।

কিন্তু শুধু পাকিস্তান বা চিনকে ভয় দেখাতেই কি হঠাৎ আয়োজন হল এই ড্রিলের? সেনা সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁও হামলার পর থেকে দেশের মধ্যে যে যুদ্ধকালীন আবহ তৈরি হয়েছে। সেই ভিত্তিতেই শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে জওয়ানরা। যুদ্ধ শুরু হতে পারে এই সম্ভাবনা মাথায় রেখেই যাবতীয় তৎপরতা চলছে। এমনকি, সেই কারণে আগে থেকে জওয়ানদের মানসিক পরিস্থিতি চাঙ্গা রাখতে মেডিটেশন ও যোগ ব্যায়ামেও দেওয়া হয়েছে বাড়তি জোর। পাশাপাশি, উত্তরবঙ্গে আয়োজিত এই ড্রিলে কিন্তু শুধুই বন্দুক নিয়েই মহড়া নয়। সঙ্গে হবে আর্টিলারির ব্যবহারও।

প্রসঙ্গত, রবিবারই নিজেদের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে সমস্ত প্রস্তুতির জন্য প্রস্তুত বলেই বার্তা দিয়েছে ভারতীয় নৌসেনা। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আরব সাগর থেকে ব্রহ্মস ছুড়ে দূরের শত্রু নিমিষে ধ্বংস করে ফেলছে তারা। শুধু নৌসেনাই নয়। প্রস্তুতি যে তুঙ্গে সেই বার্তা দিয়েছে ভারতীয় বায়ুসেনাও। বিহার থেকে পহেলগাঁও হামলাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ‘কড়া শাস্তি দেওয়ার’ বার্তার পরেই তৎপরতা বেড়েছে সেনার অন্দরে। খুব শীঘ্রই যে বড় পদক্ষেপ নেবে দেশের প্রতিরক্ষা মন্ত্রক, এমনটাই মত বিশেষজ্ঞদের।