ISF-TMC Clash: উত্তপ্ত হাড়োয়া,বাঁশ-লাঠি নিয়ে ISF কর্মীদের বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় TMC

অর্ণব ব্রহ্ম | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 22, 2024 | 1:09 PM

ISF-TMC Clash: ঘটনাস্থল হাড়োয়ার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজনপুর এলাকা। আইএসএফের অভিযোগ, হাড়োয়া বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠক থেকে ফেরার পথেই আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে।

ISF-TMC Clash: উত্তপ্ত হাড়োয়া,বাঁশ-লাঠি নিয়ে ISF কর্মীদের বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় TMC
আহত আইএসএফ কর্মী সমর্থক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হাড়োয়া: উত্তপ্ত হাড়োয়া। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ। যার জেরে বোমাবাজি, বাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটল এলাকায়। আহত হয়েছেন আইএসএফ-এর চার থেকে পাঁচজন কর্মী। অভিযোগ উঠছে শাসকদলের দিকে। কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তারা।

ঘটনাস্থল হাড়োয়ার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজনপুর এলাকা। আইএসএফের অভিযোগ, হাড়োয়া বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠক থেকে ফেরার পথেই আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। একাধিক বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আহত দুজনকে হাড়োয়া হাসপাতালে নিয়ে আসা হয়।

এর মধ্যে একজনের অবস্থা অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। আইএসএফ কর্মীরা হামলায় অভিযুক্ত নেতাদের গ্রেফতারের দাবিতে হাড়োয়া হাসপাতালে বিক্ষোভ দেখান। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও কথা বলবেন না বলে জানান শাসক দলের নেতারা। এ প্রসঙ্গে আইএসএফ-এর অবজারভার বলেন, “আমরা আইএসএফ-এর মিটিং সেরে ফিরছিলাম। বাড়ি যাওয়ার পথে হঠাৎ ফোন এল যে তোরা বাড়ি ফিরিস না। মারধর করবে। এরপর তৃণমূলের লোকজন আমাদের বাড়িতে না পেয়ে সাত থেকে আট জনের বাড়ি পুরো তছরুপ করা হয়েছে। পুরো ভেঙে দিয়েছে।”

 

Next Article