Jalpaiguri: লক্ষ্য মানুষ গড়া, বিশেষ কর্মসূচি শুরু করল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন

Nileswar Sanyal | Edited By: Soumya Saha

May 24, 2024 | 2:25 PM

Jalpaiguri: মানুষ গড়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু করল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। তিন দিন ধরে চলবে এই বাৎসরিক অনুষ্ঠান। পূজা-পাঠ ও যুব সম্মেলনের মধ্য দিয়ে শুরু হল এই বিশেষ কর্মসূচি। তিন দিন ধরে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আয়োজন।

Jalpaiguri: লক্ষ্য মানুষ গড়া, বিশেষ কর্মসূচি শুরু করল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে শুরু হল বিশেষ কর্মসূচি
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সেবক হাউজ় গত কয়েকদিন ধরেই চর্চায়। রাতের অন্ধকারে সেবক হাউজ়ে একদল দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় ঢুকে পড়েছিল বলে অভিযোগ। সেই নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। এসবের মধ্যেই এবার মানুষ গড়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু করল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। তিন দিন ধরে চলবে এই বাৎসরিক অনুষ্ঠান। পূজা-পাঠ ও যুব সম্মেলনের মধ্য দিয়ে শুরু হল এই বিশেষ কর্মসূচি। তিন দিন ধরে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আয়োজন।

শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ির আশ্রমপাড়ায় রামকৃষ্ণ মিশনের প্রাঙ্গনে ভক্তদের ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্র-ছাত্রীরা এদিন আসেন এই যুব সম্মেলনে অংশ নিতে। ছাত্র সমাজের মননকে বিকশিত করতে ও সঠিক দিশা দেখাতেই এই যুব সম্মেলনের আয়োজন। সঠিক শিক্ষা কীভাবে প্রকৃত মানুষ গঠনের ভিত তৈরি করে, সে কথা জেলার বিভিন্ন স্কুল থেকে আগত পড়ুয়াদের বোঝানো হয়। তুলে ধরা হয় যুব সমাজের মানসিক চেতনার বিকাশে স্বামী বিবেকানন্দের আদর্শের কথা।

তিন দিন ব্যাপী এই কর্মসূচির বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, আমাদের কর্মসূচিগুলির একমাত্র উদ্দেশ্য হল মানুষ তৈরি করা। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন শুধু ছাত্রদের জন্যই নয়, এর আগে শিক্ষকদের জন্য, কৃষকদের জন্যও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ছাত্ররা সত্যিকারের মানুষ হয়ে উঠলে, দেশের উন্নতি হবে। স্বামী বিবেকানন্দের ভাবনার এক শতাংশও যদি প্রতিফলিত হয়, দেশের অনেক উন্নতি হবে।’

Next Article