RG Kar: শোকের আবহে রাজ্য সরকার আয়োজিত জলসা বাতিলের দাবি, গ্রেফতার বাঙালি বিজ্ঞানী সহ ৭

RG Kar:

RG Kar: শোকের আবহে রাজ্য সরকার আয়োজিত জলসা বাতিলের দাবি, গ্রেফতার বাঙালি বিজ্ঞানী সহ ৭
গ্রেফতার সাতজনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 17, 2024 | 7:01 PM

জলপাইগুড়ি: আরজি করের ঘটনায় উত্তাল গোটা দেশ। দোষীদের গ্রেফতারির দাবিতে সরব সকলে। এই বিষাদের মধ্যেই জলপাইগুড়িতে দু’দিন ব্যাপী জলসার আয়োজন করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। তবে এই পরিস্থিতিতে এহেন সাংস্কৃকিক অনুষ্ঠান বাতিলের দাবিতে প্রতিবাদ জানাতে এসে গ্রেফতার হলেন জলপাইগুড়ির সংস্কৃতী প্রেমী মানুষ।

জানা যাচ্ছে, ১৭ই অগাস্ট এবং ১৮ ই অগাস্ট জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রয়াত বিশিষ্ট গায়ক গায়িকাদের স্মরণে। সেই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজি চট্টোপাধ্যায়,রূপঙ্কর বাগচী সহ আরও অনেক বিশিষ্ট গায়ক গায়িকাদের।

তবে এই অনুষ্ঠান বাতিলের দাবি জানিয়েছিলেন জলপাইগুড়ির সংস্কৃতি প্রেমী একাংশ মানুষ। অভিযোগ, তারপরই গ্রেফতার হন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী ডক্টর সুবীর সরকার সহ সাতজন। রয়েছেন সৌভিক কুন্ডু, জয়দীপ মুখোপাধ্যায় সহ একাধিক। সাংস্কৃতিক কর্মী গৌতম গুহরায় বলেন, “গোটা রাজ্য শোকের আবহে রয়েছে। সেই কারণে আমরা জলপাইগুড়ি লেখক শিল্পীরা প্রতিবাদ জানাতে চাইছিলাম যে এটা জলসা করার সময় নয়। ওইখানে ১৪৪ ধারা ছিল না। আমরা প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। কিন্তু গ্রেফতার করা হয়। গোটা রাজ্য যখন শোকস্তব্ধ, তখন এই জলসা করার কী মানে?”