Jalpaiguri: তদন্তের নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ, পুলিশই পুলিশকে নিয়ে গেল আদালতে

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Jan 14, 2025 | 5:54 PM

Jalpaiguri: যে মহিলা অভিযোগ জানিয়েছিলেন তাঁর বাড়ি শিলিগুড়িতে। শিলিগুড়ি মহিলা থানায় গত শুক্রবার তিনি অভিযোগ জানান ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। সেখানেই তিনি জানান একটি মামলার তদন্তের নাম করে তাঁকে জলপাইগুড়ির রাজগঞ্জে ডেকে পাঠানো হয়েছিল।

Jalpaiguri: তদন্তের নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ, পুলিশই পুলিশকে নিয়ে গেল আদালতে
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

জলপাইগুড়ি: ধর্ষণের অভিযোগ পুুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল জলপাইগুড়ির পুলিশ মহলে। জলপাইগুড়ি জেলা পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন ওই পুলিশ কর্মী। শিলিগুড়ির এক মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, তদন্তের অছিলায় তাঁকে ডাকা হয় রাজগঞ্জে। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ক্লোজ করে শুরু হয় তদন্ত। এদিনই তাঁকে তোলা হয়েছে জলপাইগুড়ি আদালতে। 

যে মহিলা অভিযোগ জানিয়েছিলেন তাঁর বাড়ি শিলিগুড়িতে। শিলিগুড়ি মহিলা থানায় গত শুক্রবার তিনি অভিযোগ জানান ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। সেখানেই তিনি জানান একটি মামলার তদন্তের নাম করে তাঁকে জলপাইগুড়ির রাজগঞ্জে ডেকে পাঠানো হয়েছিল। সেখানেই একটি বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে লাগাতার ধর্ষণ করা হয়। অসুস্থও হয়ে পড়েছিলেন ওই মহিলা। ওই অবস্থাতেই তিনি ছোটেন থানায়। পুলিশই শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় ওই মহিলাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। 

অভিযোগ পাওয়ার পরেই অ্য়াকশন শুরু করে দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ক্লোজ করা হয় ওই পুলিশ আধিকারিককে। শুরু হয় বিভাগীয় তদন্ত। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানতে শুরুতেই অভিযুক্তর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবেশেষে এদিন তাঁকে তোলা হল আদালতে। যদিও এদিন তাঁর আইনজীবী জামিনের আবেদন করলেও তা নাকচ করে দেয় আদলত। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও আদালতে নিয়ে যাওয়ার সময় এদিন নিজেকে নির্দোষ বলে দাবি করেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। 

Next Article