Jalpaiguri: অ্যাকাউন্ট থেকে তোলা হচ্ছে টাকা, পাসবুকেও আপডেট নেই, পোস্টমাস্টারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ

Post Master: বুধবার অভিযুক্ত পোস্টমাস্টারের বদলির দিন ছিল। আর এদিন অভিযোগকারী গ্রাহকরা একত্রিত হয়ে পোস্টমাস্টারকে ঘিরে ধরেন। গ্রাহকদের চাপে দৌড়ে পালাতে থাকেন পোস্টমাস্টার। পরবর্তীতে তাঁকে ধরে এনে পোস্ট অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ।

Jalpaiguri: অ্যাকাউন্ট থেকে তোলা হচ্ছে টাকা, পাসবুকেও আপডেট নেই, পোস্টমাস্টারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 24, 2025 | 7:52 PM

জলপাইগুড়ি: আমানতকারীদের সই জাল করে হাজার হাজার টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক পোস্টমাস্টারের বিরুদ্ধে। গ্রাহকদের টাকা তছরুপের অভিযোগ তুলে পোস্ট মাস্টারকে অফিসে আটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন আমানতকারীদের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ ভূষকাডাঙা পোস্ট অফিসে। বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিনভর বিক্ষোভও চলে।

অভিযোগ, পোস্টমাস্টার সাগ্নিক রায় বেশ কিছুদিন ধরেই গ্রাহকদের টাকা তছরুপ করছিলেন। এমনকী গ্রাহকদের সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ। ফলে টাকা না তুললেও মোবাইলে টাকা তোলার মেসেজ আসছিল অনেকের। অনেকে আবার টাকা জমা দিলেও পাশ বই তে তা এন্ট্রি করা হয়নি।

বুধবার অভিযুক্ত পোস্টমাস্টারের বদলির দিন ছিল। আর এদিন অভিযোগকারী গ্রাহকরা একত্রিত হয়ে পোস্টমাস্টারকে ঘিরে ধরেন। গ্রাহকদের চাপে দৌড়ে পালাতে থাকেন পোস্টমাস্টার। পরবর্তীতে তাঁকে ধরে এনে পোস্ট অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় ডাক বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষও। গ্রাহকদের চাপে অভিযোগ স্বীকার করতে বাধ্য হন অভিযুক্ত পোস্টমাস্টার।

লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। তাদের আশ্বাসে সন্ধ্যা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।