Ananta Maharaj: মেজাজ হারিয়ে দলেরই কর্মীকে চড় অনন্ত মহারাজের, পরে কী বললেন বিজেপি সাংসদ?
BJP: অনন্ত মহারাজ বলেন, "ওকে কিছু গাইডলাইন দেওয়া আছে। ও কাজটা করেনি। আসলে প্রোটোকলের জায়গায় কোনওভাবেই আপস করা যাবে না। আমি জানতাম না আমাকে ওই জায়গায় নিয়ে যাবে। ওখানকার পরিস্থিতি কী তাও জানি না। যদি কিছু একটা হয়ে যায়। আমাকে ডেকেছে ভাল। কিন্তু ওখানে গাড়ি ঢুকলে তা ঘোরানোরও রাস্তা নেই। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম।"
জলপাইগুড়ি ও কোচবিহার: মেজাজ হারিয়ে দলেরই এক অনুগামীকে চড় মারার অভিযোগ ওঠে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে। শুক্রবার রাতে কুচলিবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকার জাবুরাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। এভাবে একজন সাংসদ কীভাবে সাধারণ এক দলীয় কর্মীকে চড় মারতে পারেন তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন বিজেপি সাংসদের বক্তব্য, “ও তো আমারই লোক।” তারপর ওই কর্মীকে কাছে টেনে আনেন তিনি।
অনন্ত মহারাজ বলেন, “ওকে কিছু গাইডলাইন দেওয়া আছে। ও কাজটা করেনি। আসলে প্রোটোকলের জায়গায় কোনওভাবেই আপস করা যাবে না। আমি জানতাম না আমাকে ওই জায়গায় নিয়ে যাবে। ওখানকার পরিস্থিতি কী তাও জানি না। যদি কিছু একটা হয়ে যায়। আমাকে ডেকেছে ভাল। কিন্তু ওখানে গাড়ি ঢুকলে তা ঘোরানোরও রাস্তা নেই। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম।”
যদিও তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত রায় বলেন, “একটা ভিডিয়ো আমার কাছেও এসেছে। একজন রাজ্যসভার সাংসদ, যিনি নিজেকে মহারাজ আখ্যা দিয়ে চলেন, তিনি এরকম একটা ঘটনা ঘটাবেন ভাবতেই পারি না। আসলে যারা বিজেপি করে, তাদের এটাই ঐতিহ্য। ধূপগুড়ির নির্বাচনেও দেখেছিলাম, প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপিরই নেতা অলোক চক্রবর্তী প্রার্থীকে ফুলের তোড়া দিতে যাওয়ায় জেলা সভাপতি বাপি গোস্বামী কীভাবে ফেলে লাথি মেরেছিলেন।”