Ananta Maharaj: সাংসদ হয়েই সীমান্তে কাঁটা-তার বসাতে উদ্যোগ নিলেন অনন্ত মহারাজ

Nileswar Sanyal | Edited By: সঞ্জয় পাইকার

Nov 18, 2023 | 8:41 PM

Ananta Maharaj: অনন্ত মহারাজের বক্তব্য, এই সমস্ত জায়গাগুলি থেকেই গরুপাচার, চোরাচালান, মাদক পাচারের মতো একাধিক বেআইনি কাজ হয়ে চলেছে। সেই সমস্যা মেটাতেই এবার উদ্যোগ নিলেন তিনি। শুধু তাই নয়, শনিবার সীমান্তে গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গেও কথা বলেন অনন্ত।

Ananta Maharaj: সাংসদ হয়েই সীমান্তে কাঁটা-তার বসাতে উদ্যোগ নিলেন অনন্ত মহারাজ
সীমান্ত পরিদর্শনে অনন্ত মহারাজ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: রাজ্যসভার সাংসদ হওয়ার পর এই প্রথম কাঁটা তার বিহীন বর্ডার এলাকা পরিদর্শন করলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। সেখানকার অপরাধ দূর করতে সচেষ্ট হলেন বিজেপি সাংসদ। জমি-জটের জেরে ভারত-বাংলাদেশ সীমান্তে যে সকল এলাকায় এখনও কাঁটাতারের বেড়া লাগনো হয়নি। সেই এলাকাগুলিই এ দিন মূলত পরিদর্শন করেন সাংসদ।

অনন্ত মহারাজের বক্তব্য, এই সমস্ত জায়গাগুলি থেকেই গরুপাচার, চোরাচালান, মাদক পাচারের মতো একাধিক বেআইনি কাজ হয়ে চলেছে। সেই সমস্যা মেটাতেই এবার উদ্যোগ নিলেন তিনি। শুধু তাই নয়, শনিবার সীমান্তে গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গেও কথা বলেন অনন্ত। এখনও কেন এইসব এলাকায় কাঁটাতার বসানো হয়নি তা জানতে চান তিনি।

বিজেপি সাংসদ জানান, BSF আধিকারিকরা তাঁকে জানিয়েছেন ২০১৮ সাল থেকে তারা দফায় দফায় সমস্ত কাগজ জলপাইগুড়ি জেলাশাকের দফতরে জমা দিয়েছেন। কিন্তু তারপরও জমি জট মেটেনি। এরপর তিনি আধিকারিকদের সঙ্গে নিয়ে সোজা পৌঁছন জেলাশাসকের অফিসে। তবে জেলাশাসক সামা পারভিন অন্য কাজে ব্যস্ত থাকায় তার সঙ্গে দেখা করতে না পেরে অনন্ত মহারাজকে পাঠিয়ে দেন অতিরিক্ত জেলাশাক পুষ্পক রায়ের কাছে। সেখানে গিয়ে সাংসদ দেখা করেন।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত মহারাজ বলেন, “এডিএম পুষ্পক রায় কথা বলে আমাদের আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যা মেটাবেন। যদি এরপরেও সমস্যা না মেটে তবে বিকল্প ব্যবস্থা করতে হবে।”

 

 

Next Article