Arrested: বাড়ি ভাড়া নিয়ে এইসব? ঘরের ভিতর ৫ যুবকের কীর্তি দেখে স্তম্ভিত সকলে

Jalpaiguri: ঘটনার সূত্রপাত সোমবার সকালে। ময়নাগুড়ির একটি মোবাইল সারানোর দোকানে এক যুবক গিয়ে বলেন, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিক্রি করতে চান তিনি। তাও আবার মাত্র ৭০০ টাকায়। এদিকে হ্যান্ড সেটটি যথেষ্ট দামি। তাতেই সন্দেহ হয় ওই দোকানের লোকজনের। বকের এক দু'কথায় সন্দেহ আরও বাড়ে।

Arrested: বাড়ি ভাড়া নিয়ে এইসব? ঘরের ভিতর ৫ যুবকের কীর্তি দেখে স্তম্ভিত সকলে
প্রতীকী ছবিImage Credit source: Representative Image
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 7:25 AM

জলপাইগুড়ি: একটি মোবাইল ফোনের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। আর সেই ফোনেই বেরিয়ে এলো আরও ৩০০টি ফোনের হদিশ। আর উদ্ধার হওয়া সবক’টি ফোনই চোরাই। মালদহ, মুর্শিদাবাদ জেলা থেকে ৫ যুবক ময়নাগুড়ি এসে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন বলে অভিযোগ। নিজেদের ফেরিওয়ালা পরিচয় দিয়েছিলেন তাঁরা। কিন্তু জিনিস ফেরির বদলে ঘরের ভিতর বসে তাঁরা মোবাইলের চোরা কারবার চালাতেন বলেই অভিযোগ উঠেছে। সোমবারই পুলিশি অভিযানে সেই পর্দা ফাঁস হয়। ৫ জনকেই গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। এর পিছনে আরও কেউ আছে বলেই সন্দেহ তাদের।

ঘটনার সূত্রপাত সোমবার সকালে। ময়নাগুড়ির একটি মোবাইল সারানোর দোকানে এক যুবক গিয়ে বলেন, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিক্রি করতে চান তিনি। তাও আবার মাত্র ৭০০ টাকায়। এদিকে হ্যান্ড সেটটি যথেষ্ট দামি। তাতেই সন্দেহ হয় ওই দোকানের লোকজনের। বকের এক দু’কথায় সন্দেহ আরও বাড়ে। এরপরই বুদ্ধি করে তিনি ওই যুবককে দোকানে বসিয়ে রেখে পুলিশকে খবর দেন। ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জবাবে অসঙ্গতি থাকায় ওই যুবককে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা মহম্মদ রাজু জানান, তাঁর ভাইয়ের বাড়িতেই ভাড়া থাকতেন এই যুবকরা। সকলে নিজেদের ফেরিওয়ালা বলেই পরিচয় দেন। পুলিশ জানতে পেরেছে, জিনিসের বিনিময়ে তাঁরা লোকের বাড়ি থেকে খারাপ মোবাইল ফোন কিনতেন। তা মোবাইল সারানোর দোকানে বিক্রি করে দিতেন।

large-image jalpaiguri phone

উদ্ধার হওয়া ফোন

মোবাইল রিপেয়ারিং সেন্টারের মালিক সুশান্ত দাসের বক্তব্য, একটা চক্র কাজ করছে। পুলিশ মোবাইল রিপেয়ারিং সেন্টারের লোকজনকে ডেকে সতর্কও করে। জানিয়ে দিয়েছিল, নথি ছাড়া কোনও মোবাইল যেন না কেনেন। এরইমধ্যে সোমবার ৭০০ টাকায় একজন ফোন বিক্রি করতে আসায় পর্দা ফাঁস হয়।

পুলিশ সুপার উমেশ খাণ্ডেওয়াল জানিয়েছেন, নির্দিষ্ট খবরের ভিত্তিতে ময়নাগুড়ি থানার এসআই ও তাঁর টিম শহিদগড় এলাকায় অভিযান চালায়। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা মালদহ ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৩০০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ৫ জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।