শিলিগুড়ি: ভোটের বাজারে এখন ট্রেন্ডিং তৃণমূলের অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ স্লোগান। এবার সেই স্লোগানই ধার করলেন শিলিগুড়ির বাম নেতা কর্মীরা। শুক্রবার তাঁদের ১২ ঘণ্টার বনধ সফল করতে শরণ নিলেন ‘কেষ্টদার’ কপি রাইট এই শব্দবন্ধের।
এদিন বেলা গড়াতেই শিলিগুড়িতে শুরু হয় বনধ সমর্থনকারীদের বাইক র্যালি। মিছিল করেন কংগ্রেস নেতারাও। পুলিশ, র্যাফ, জলকামানকে বোকা বানিয়ে চোর পুলিশ খেলতে খেলতে বাইক র্যালি ঘোরে শহরজুড়ে। সেখান থেকেই স্লোগান ওঠে ‘দোকান বন্ধ না করলে খেলা হবে’।
আরও পড়ুন: Bengal Strike: ‘দাদা আজ আমার পরীক্ষা, অবরোধ তুলে নিন’, বলেই হাউ হাউ করে কেঁদে ফেললেন পরীক্ষার্থী
এই ‘খেলা হবে’র জিগির তুলেই মুহূর্তে শপিংমল থেকে যাবতীয় দোকানপাট বন্ধ করিয়ে দিলেন ধর্মঘটীরা। এ প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকারের যুক্তি অবশ্য, “ওরা খেলছে কাটমানির জন্য। আমরা খেলছি জীবন জীবিকার জন্য। বনধ সফল শিলিগুড়িতে।” একইসঙ্গে এই স্লোগান ধার নেওয়ার ‘অপবাদে’ও তীব্র আপত্তি তাঁর। জানালেন, কারও থেকে স্লোগান ধার করার প্রশ্নই নেই।
শিলিগুড়ি: ভোটের বাজারে এখন ট্রেন্ডিং তৃণমূলের অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ স্লোগান। এবার সেই স্লোগানই ধার করলেন শিলিগুড়ির বাম নেতা কর্মীরা। শুক্রবার তাঁদের ১২ ঘণ্টার বনধ সফল করতে শরণ নিলেন ‘কেষ্টদার’ কপি রাইট এই শব্দবন্ধের।
এদিন বেলা গড়াতেই শিলিগুড়িতে শুরু হয় বনধ সমর্থনকারীদের বাইক র্যালি। মিছিল করেন কংগ্রেস নেতারাও। পুলিশ, র্যাফ, জলকামানকে বোকা বানিয়ে চোর পুলিশ খেলতে খেলতে বাইক র্যালি ঘোরে শহরজুড়ে। সেখান থেকেই স্লোগান ওঠে ‘দোকান বন্ধ না করলে খেলা হবে’।
আরও পড়ুন: Bengal Strike: ‘দাদা আজ আমার পরীক্ষা, অবরোধ তুলে নিন’, বলেই হাউ হাউ করে কেঁদে ফেললেন পরীক্ষার্থী
এই ‘খেলা হবে’র জিগির তুলেই মুহূর্তে শপিংমল থেকে যাবতীয় দোকানপাট বন্ধ করিয়ে দিলেন ধর্মঘটীরা। এ প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকারের যুক্তি অবশ্য, “ওরা খেলছে কাটমানির জন্য। আমরা খেলছি জীবন জীবিকার জন্য। বনধ সফল শিলিগুড়িতে।” একইসঙ্গে এই স্লোগান ধার নেওয়ার ‘অপবাদে’ও তীব্র আপত্তি তাঁর। জানালেন, কারও থেকে স্লোগান ধার করার প্রশ্নই নেই।