জলপাইগুড়ি: অল্পের জন্য রক্ষা পেল প্যাসেঞ্জার ট্রেন। একটু জন্য বেঁচে গেল অনেক যাত্রীর প্রাণ। জানা গিয়েছে, লেভেল ক্রসিং-য়ে ট্রাক্টর আটকে যাওয়ায় হয় বিপত্তি। পরে ট্রেন আসার আগের মুহূর্তে কোনও ক্রমে গাড়ি সরিয়ে দিলে রক্ষা পায় অনেকের প্রাণ।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি হলদিবাড়ি। জানা গিয়েছে, জলপাইগুড়ি স্টেশনে আসছিল প্যাসেঞ্জার ট্রেন। সেই কারণে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করে দেন রেল কর্মী। গেট পড়ার মুহূর্তে ভিতরে ঢুকে যায় একটি ট্রাক্টর। এরপর আটকে যায় গেট। তবে গাড়িটি বের করার জন্য একটি গেট খুলে দেওয়া হয়। ব্যাস তখনই ঘটে যত কাণ্ড।
কিন্তু গেট খোলা পেয়ে ফের লাইনের উপর উঠে যায় আরও বাইক সহ অন্যান্য গাড়ি। এরপর শুরু হয় রেল গেটে আটকে থাকা মানুষের সঙ্গে রেল কর্মীর তর্কাতর্কি। রেল গেট পড়ার সময় বারবার সিগন্যাল দেওয়া সত্ত্বেও কিছু মানুষ যানবাহন নিয়ে রেল লাইনে উঠে পড়ায় বিপত্তি হয়।
পরে ট্রেন আসার আগ মুহূর্তে রেল লাইন ক্লিয়ার করা হলে ট্রেন আসে। আজ ওই মুহূর্তে ট্রেন চলে এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করা হচ্ছে। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় দুর্ঘটনার হাত থেকে বাঁচল প্যাসেঞ্জার ট্রেনটি।