Jalpaiguri: নতুন বছরে বড় উপহার, জানুয়ারির প্রথম সপ্তাহেই হলদিবাড়ি-NJP রুটে ছুটবে ইলেকট্রিক ট্রেন

Jalpaiguri: শুক্রবার এই প্রকল্পের ক্লিয়ারেন্স ইনস্পেকশন করেন নর্থ‌ ইস্ট ফ্রন্টিয়ার‌ রেলওয়ের‌ প্রিন্সিপাল‌ চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রভিলেশ‌ কুমার ও ডি আর এম কাঠিহার সুরেন্দ্র কুমার সহ রেল দফতরের বিভিন্ন পদস্থ আধিকারিকরা।

Jalpaiguri: নতুন বছরে বড় উপহার, জানুয়ারির প্রথম সপ্তাহেই হলদিবাড়ি-NJP রুটে ছুটবে ইলেকট্রিক ট্রেন
প্রতীকী ছবি Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Dec 29, 2023 | 4:37 PM

জলপাইগুড়ি: জলপাইগুড়ি ও হলদিবাড়ি রুট বৈদ্যুতিক ট্রেন চলাচলের জন্য কতটা প্রস্তুত তা খতিয়ে দেখলেন রেলের পদস্থ আধিকারিকরা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই জলপাইগুড়ি ও হলদিবাড়ি রুটে বৈদ্যুতিক ট্রেন‌ চালু করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই লাইনের বৈদ্যুতিকরণের কাজ শেষ করা হয়েছে। শীঘ্রই ট্রেন চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার এই প্রকল্পের ক্লিয়ারেন্স ইনস্পেকশন করেন নর্থ‌ ইস্ট ফ্রন্টিয়ার‌ রেলওয়ের‌ প্রিন্সিপাল‌ চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রভিলেশ‌ কুমার ও ডি আর এম কাঠিহার সুরেন্দ্র কুমার সহ রেল দফতরের বিভিন্ন পদস্থ আধিকারিকরা।

N F রেলওয়ের‌ প্রিন্সিপাল‌ চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রভিলেশ কুমার বলেন, রানিনগর থেকে হলদিবাড়ি লাইনে বৈদ্যুতিকরণের কাজ পরিদর্শনে এসেছি। ছোটখাটো কিছু কাজ বাকি আছে। সেগুলি দ্রুততার সঙ্গে মিটিয়ে নেওয়া হবে। তারপরই ট্রেন চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 

তবে বড় আশ্বাস দিয়েছেন DRM কাঠিহার সুরেন্দ্র কুমার। তিনি জানান, ইতিমধ্যেই হলদিবাড়ি-রানিনগর রুটের বৈদ্যুতিকরণের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। তাই ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়টি নিয়ে রানিনগর, জলপাইগুড়ি স্টেশন, হলদিবাড়ি  সহ বিভিন্ন স্টেশন এলাকার বৈদ্যুতিক লাইন পরিদর্শন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এই লাইনে বৈদ্যুতিক ট্রেন চলবে। নববর্ষের আগেই এই খবর খুশির জোয়ার এলাকার যাত্রীদের মনে।