জলপাইগুড়ি: আসন্ন পঞ্চায়েত ভোট (Panchayet Election)। যাকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল নেমে পড়েছে ময়দানে। গুটি সাজাতে ব্যস্ত সকলে। কিন্তু যাকে ঘিরে এত জল্পনা সেই পঞ্চায়েত ভোট (Panchayet Election) হবে কবে? এ হেন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে। এবার এই একই প্রশ্ন করলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোট আদৌ হবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন তিনি।
রবিবার বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে আসে দিলীপ। পঞ্চায়েত ভোট সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি নেতা বলেন, “এর আগেও রাজ্যবাসী দেখেছে দু’বছর পৌর ভোট করতে দেয়নি রাজ্য সরকার। এরপর বিধানসভা ভোটের পর তৃণমূলের পক্ষে যখন অনুকূল পরিবেশ তৈরি হল তারপর মারপিট করে ভোট লুট করে পৌরসভা দখল করল। এবার পঞ্চায়েত ভোট নিয়েও ঠিক একই রকম চিত্রনাট্য দেখা যাচ্ছে। তার উপর দলের সেকেন্ড-ইন-কমান্ড দু মাস ধরে নাকি রাজ্য ঘুরবেন। এই সব দিক দেখেই মনে হচ্ছে পঞ্চায়েত ভোট নাও হতে পারে।”
এই সংক্রান্ত বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলার মুখপাত্র তথা জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ। তিনি বলেন, “পৌরসভা নির্বাচন করোনার জন্য পিছিয়েছিল। দিলীপবাবুকে বলতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পঞ্চায়েতে নমিনেশন ফাইল করার নেতা যদি না পান তাহলে আমরা অবশ্যই সাহায্য করব।”