সুদীপ্ত সেনের মতো দেবাঞ্জনকে সামনে রেখে করে খেয়েছে তৃণমূল নেতারা: দিলীপ ঘোষ

Dilip Ghosh: "দেবাঞ্জন মহান ব্যক্তি। তার ছবি পুলিশ থেকে তৃণমূলের নেতা-মন্ত্রীর সঙ্গে পাওয়া গিয়েছে। আমরা এখনও সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। সুদীপ্ত সেনকে সামনে রেখে যেমন অনেকে করে খেয়েছে, তেমনই দেবাঞ্জন দেবকে সামনেও রেখেও তৃণমূলের অনেক নেতা করে খেয়েছে। আর এখন ধরা পড়ে যাওয়ায় তাকে ঝেড়ে ফেলতে চাইছে। কালি মুছতে চাইছে।''

সুদীপ্ত সেনের মতো দেবাঞ্জনকে সামনে রেখে করে খেয়েছে তৃণমূল নেতারা: দিলীপ ঘোষ
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 28, 2021 | 7:05 PM

শিলিগুড়ি: ‘সুদীপ্ত সেনের মতো দেবাঞ্জনকে সামনে রেখে করে খেয়েছে তৃণমূল নেতারা।’ সারদা কাণ্ডের (Sarada Case) সঙ্গে কসবা ভুয়ো ভ্যাকসিন (Kasba Fake Vaccine) কাণ্ডের তুলনা টেনে মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রীদের আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

সোমবার শিলিগুড়ি থেকে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি। মমতা সরকারকে নিশানা করে দিলীপ বলেন, ‘ভ্যাকসিন নিয়ে সিন্ডিকেট চলছে। কাটমানি পাওয়া যাচ্ছে। সেই কাটমানি কলকাতা থেকে শিলিগুড়ি কোথাও বন্ধ নেই’।

ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব (Debanjan Deb) প্রসঙ্গে শাসকদলকে তাঁর কটাক্ষ, “দেবাঞ্জন মহান ব্যক্তি। তার ছবি পুলিশ থেকে তৃণমূলের নেতা-মন্ত্রীর সঙ্গে পাওয়া গিয়েছে। আমরা এখনও সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। সুদীপ্ত সেনকে সামনে রেখে যেমন অনেকে করে খেয়েছে, তেমনই দেবাঞ্জন দেবকে সামনেও রেখেও তৃণমূলের অনেক নেতা করে খেয়েছে। আর এখন ধরা পড়ে যাওয়ায় তাকে ঝেড়ে ফেলতে চাইছে। কালি মুছতে চাইছে।” তিনি যোগ করেন, ‘দেবাঞ্জনের ছবি তৃণমূলের নেতা ও মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে। বড় মন্ত্রী ও অফিসার না থাকলে কি করে হল এসব?” এদিন এভাবেই দেবাঞ্জন ইস্যুতে শাসকদলকে নিশানা করে সারদা কাণ্ডে সুদীপ্ত সেনের প্রসঙ্গ তুললেন দিলীপ ঘোষ।

ভ্যাকসিন ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্রের ভ্যাকসিন বিনামূল্যে নিয়ে ব্যবসা করছে রাজ্য তৃণমূল। কেন্দ্র বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে। কিন্তু, সেই ভ্যাকসিন নিয়ে ব্যবসা করছে রাজ্য সরকার। শিলিগুড়িতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। পর্যটনের মহলের সঙ্গে যুক্ত মহলের মানুষকে টাকা দিয়ে ভ্যাকসিন নিতে হচ্ছে। ভ্যাকসিন নিয়ে সিন্ডিকেট রাজ চলছে। কলকাতা থেকে শিলিগুড়ি কোথাও কাটমানি বন্ধ নেই। রাজ্য বলেছিল কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে ভ্যাকসিন তৈরির কারখানা রাজ্যে বানানো হবে। কিন্তু এখন অনুমতি দিলেও রাজ্যে কোনও কোম্পানি আসতে চাইছে না। কারণ, এই সরকারের ওপর বিশ্বাস নেই।”

আরও পড়ুন: ‘এত বড় সাহস…জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর’, দেবাঞ্জন প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন মমতা 

এদিন ভ্যাকসিন নিয়ে রাজ্যকে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান দিলীপ ঘোষ।