BSF Jalpaiguri: অরক্ষিত এলাকায় দ্রুত কাঁটাতার চাইছেন সীমান্তের বাসিন্দারা

BSF: জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ ও সদর ব্লক মিলিয়ে প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। যার মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে থাকা প্রায় ৫৪ কিলোমিটার এলাকার মধ্যে প্রায় ১৮ কিলোমিটার এলাকা রয়েছে অরক্ষিত।

BSF Jalpaiguri: অরক্ষিত এলাকায় দ্রুত কাঁটাতার চাইছেন সীমান্তের বাসিন্দারা
কাঁটাতার চাইছেন সীমান্তের বাসিন্দারাImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 08, 2025 | 4:53 PM

জলপাইগুড়ি: সীমান্তবর্তী রাজ্য বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল, সীমান্তবর্তী জেলাগুলিতে বাড়তি নজর রাখতে। সেই মতো কড়া প্রহরায় বিএসএফ। যুদ্ধের আবহে উন্মুক্ত সীমান্ত। আরও কড়া নজরদারি BSF-এর। অরক্ষিত সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া চাইছেন গ্রামবাসীরা।

জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ ও সদর ব্লক মিলিয়ে প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। যার মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে থাকা প্রায় ৫৪ কিলোমিটার এলাকার মধ্যে প্রায় ১৮ কিলোমিটার এলাকা রয়েছে অরক্ষিত। এর মধ্যে নদীও রয়েছে। অভিযোগ, এই অরক্ষিত এলাকাগুলিকে কাজে লাগিয়ে চলে অনুপ্রবেশ। গরু পাচার, মাদক পাচার সহ বিভিন্ন ধরনের ক্রস বর্ডার ক্রাইম। এবার ভারত পাক যুদ্ধ আবহে আরও কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ-এর ৯৩ নং ব্যাটালিয়ন।

উল্লেখ্য, এ দিকে আজ আবার পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে এক অনুপ্রবেশকারীকে  বিএসএফ সূত্রে খবর, আন্তর্জাতিক সীমান্তে এক অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে আধা সেনার জওয়ানরা। ওই ব্যক্তি এগিয়ে থাকেন কাঁটাতারের বেড়ার দিকে। বারবার বিএসএফ বারণ করে তাকে। কিন্তু কানে কথা যায়নি। সব নিষেধ উপেক্ষা করেই তিনি এগিয়ে আসেন। এরপরই একপ্রকার বাধ্য হয়ে আধা সেনা গুলি চালায়। তখনই নিহত হয় ওই ব্যক্তি।