Bus: অফিস টাইমে বাসে ঠাসা ভিড়, আচমকাই হইহই, বাসের জানালা থেকে লাফিয়ে নামতে শুরু করলেন যাত্রীরা…কনডাক্টরও হতভম্ব! কী ঘটেছিল বাসের মধ্যে?

Bus: সোমবার বেলার দিকে ময়নাগুড়ি সুভাষ নগর এলাকায় একটি যাত্রী বোঝাই সরকারি বাসে (NBSTC) আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলেন কনডাক্টর।

Bus: অফিস টাইমে বাসে ঠাসা ভিড়, আচমকাই হইহই, বাসের জানালা থেকে লাফিয়ে নামতে শুরু করলেন যাত্রীরা...কনডাক্টরও হতভম্ব! কী ঘটেছিল বাসের মধ্যে?
সরকারি বাস (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 10, 2025 | 12:24 PM

জলপাইগুড়ি:  অফিস টাইম। বাসে ঠাসা ভিড়। দ্রুত গতিতে চলছে বাস। আচমকাই হইহই। চালক বাস দাঁড় করিয়ে দেন। বাসের পিছনের দিকে যাত্রীরা প্রথমে বিষয়টা বুঝতেই পারছিলেন না কী হয়েছে। তারপর যখন বুঝতে পারলেন, শরীর দিয়ে বয়ে গেল হিমস্রোত। বাসের সামনের অংশ তখন দাউ দাউ করে জ্বলছে! যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির সুভাষনগর এলাকায়।

যাত্রীরা জানাচ্ছেন,  সোমবার বেলার দিকে ময়নাগুড়ি সুভাষ নগর এলাকায় একটি যাত্রী বোঝাই সরকারি বাসে (NBSTC) আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলেন কনডাক্টর। তড়িঘড়ি বাস থেকে নামতে গিয়ে আহত হন বাসের চালক-সহ চার যাত্রী।

সরকারি বাসে আগুন

জানা গিয়েছে, বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা। পুলিশ ও দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। শর্ট সার্কিট থেকে ঘটনা বলে অনুমান। আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাস যাত্রী স্নেহাশিস দাস চৌধুরী বলেন, “বাসে অন্তত ৫০-৬০ জন যাত্রী ছিল। আগুন দেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। বাসের জানালা দিয়ে লাফ দিতে গিয়ে আহত হন।” পরে দমকল গিয়ে আগুন নেভায়।