Nishith Pramanik: অমিত শাহের ডেপুটিকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট, নিশীথকে গ্রেফতারিতে আর নেই বাধা

Nishith Pramanik: ওই মামলাতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয় নিশীথের বিরুদ্ধে। তারপরই নড়েচড়ে বসেন নিশীথ। রক্ষাকবজ চেয়ে সোজা চলে যান আদালতে। বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানান নিশীথ প্রামাণিকের আইনজীবী।

Nishith Pramanik: অমিত শাহের ডেপুটিকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট, নিশীথকে গ্রেফতারিতে আর নেই বাধা
নিশীথ প্রামাণিক Image Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 04, 2024 | 4:39 PM

জলপাইগুড়ি: আদালতে দরবার করেও কাজ হল না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের রক্ষাকবজের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন নিশীথ। অভিযোগ ছিল এমনটাই। তারপরই নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। দীর্ঘসময় ধরে চলে মামলা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও বিস্তর চাপানউতর শুরু হয়। 

ওই মামলাতেই গ্রেফতারি পরোয়ানা  জারি হয় নিশীথের বিরুদ্ধে। তারপরই নড়েচড়ে বসেন নিশীথ। রক্ষাকবজ চেয়ে সোজা চলে যান আদালতে। বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানান নিশীথ প্রামাণিকের আইনজীবী। কিন্তু, নিশীথের দাবিতে সায় দিল না আদালত। এদিনই তাঁর আবেদন খারিজ হয়ে যায়। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। 

মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২২ জানুয়ারি। ওই দিন আদালতের তরফে আলাদা কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা এখন সেটাই দেখার। তবে রক্ষাকবচ না মেলায় নিশীথকে গ্রেফতার করতে আর কোনও বাধা রইল না বলে জানাচ্ছেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী। সাফ বলছেন, ডিভিশন বেঞ্চ এদিন রক্ষা কবজের আবেদন নাকচ হয়েছে। পরবর্তী শুনানি ২২ জানুয়ারি। এখন পুলিশ চাইলে নিশীথ প্রামানিককে গ্রেফতার করতে পারবে পুলিশ।