Calcutta High Court: ৮ তারিখের পর ফের আচমকা জলপাইগুড়িতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম

Calcutta High Court: জলপাইগুড়ির পাহাড়পুরে হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। জাতীয় সড়কের ধারে তৈরি করা হয়েছে সুবিশাল পরিকাঠামো। কাজ প্রায় অন্তিম পর্যায়ে।

Calcutta High Court: ৮ তারিখের পর ফের আচমকা জলপাইগুড়িতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম
কী বলছেন প্রধান বিচারপতি? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 16, 2025 | 3:51 PM

জলপাইগুড়ি: বিচারপতিদের সঙ্গে নিয়ে কলকাতা হাইকোর্টের নির্মীয়মাণ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। গত ৮ মে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ল্যান্ড ডিড হস্তান্তর হয়েছে। রাজ্যের তরফে তা তুলে দেওয়া হয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে। সেদিনও এসেছিলেন বিচারপতিরা।  

সূত্রের খবর, এখন সার্কিট বেঞ্চের সামান্য কিছু কাজ বাকি। দ্রুত সেই কাজ শেষ করে স্থায়ী ভবনে সার্কিট বেঞ্চ পুরোদমে চালু করতে জোরদার তৎপরতার সঙ্গে চলছে কাজ। এদিন সেই সব কাজই খতিয়ে দেখেন হাইকোর্টের প্রধান বিচারপতি। কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশও করেন তিনি। বলেন, “এই নিয়ে দ্বিতীয়বারের জন্য কাজ দেখতে এখানে এলাম। এর আগে ৮ তারিখ এসেছিলাম। কাজে খুব ভাল অগ্রগতি হচ্ছে।” 

প্রসঙ্গত, জলপাইগুড়ির পাহাড়পুরে হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। জাতীয় সড়কের ধারে তৈরি করা হয়েছে সুবিশাল পরিকাঠামো। কাজ প্রায় অন্তিম পর্যায়ে। আর কিছুদিন হলেই শেষ হয়ে যাবে কাজ। সার্ভিস রোড, পানীয় জল, বিদ্যুৎ তো আছেই সঙ্গে বিচারপ্রক্রিয়া সুষ্ঠভাবে শেষ করার জন্য প্রয়োজনীয় সব কাজই এখানে করা হচ্ছে। সব কাজই দেখছেন জেলা প্রশাসনের কর্তারা। দেখছেন হাইকোর্টের বিচারপতিরাও। এদিন প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি শম্পা সরকার-সহ অন্যান্যরা।