Jalpaiguri: মেয়ের আসেনি এনুমারেশন ফর্ম! ফের SIR আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ?

Jalpaiguri: রাজগঞ্জ বিধানসভার আমবাড়ি কামারভিটা বুথের বাসিন্দা ভুবনচন্দ্র। তাঁর মেয়ে শিবানীর অন্য ব্লকে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। ‌তবে বিয়ের পরেও বাবার বাড়িতে এসে ভোট দিতেন। ভুবন চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী ও ছেলের নামে এনুমারেশন ফর্ম এলেও ওই মেয়ের নামে ফর্ম আসেনি।

Jalpaiguri: মেয়ের আসেনি এনুমারেশন ফর্ম! ফের SIR আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ?
এসআইআর আতঙ্কে আত্মঘাতী?Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 14, 2025 | 5:15 PM

জলপাইগুড়ি:  জলপাইগুড়ির পর এবার রাজগঞ্জ। এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। মেয়ের নামে আসেনি এনুমারেশন ফর্মে। আর এই নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। গভীর চিন্তায় ছিলেন বাবা। অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন বৃদ্ধ। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের গাছ থেকে সেই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভুবনচন্দ্র রায় (৩১)।

রাজগঞ্জ বিধানসভার আমবাড়ি কামারভিটা বুথের বাসিন্দা ভুবনচন্দ্র। তাঁর মেয়ে শিবানীর অন্য ব্লকে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। ‌তবে বিয়ের পরেও বাবার বাড়িতে এসে ভোট দিতেন। ভুবন চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী ও ছেলের নামে এনুমারেশন ফর্ম এলেও ওই মেয়ের নামে ফর্ম আসেনি। এই নিয়ে কয়েকদিন থেকে খুব চিন্তায় ছিলেন ভুবন। এরপরই ঘটে যায় ওই ঘটনা।

পরিবারের দাবি, মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী হয়েছেন ভুবন বাবু। একই দাবি করেন বিধায়ক খগেশ্বর রায়। এসআইআর আবহে ওই ঘটনার খবর পেয়ে শোকাহত ওই বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সাথে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অঞ্চল সভাপতি তুষার কান্তি দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

বিধায়ক খগেশ্বর রায় বলেন, “এই ভাবে মৃত্যুমিছিল বাড়তেই থাকবে। আমরা এর প্রতিবাদ জারি রাখব। আমি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি।”