Deadbody Recover: মাথা থেকে আলাদা হয়ে পড়ে রয়েছে মুন্ডু, নর্দমার দিকে তাকাতেই চোখ কপালে উঠল সবার

Deadbody Recover: জানা গিয়েছে, চা বাগানের কূর্তিপাড়া এলাকার ৩৩ নম্বর সেকশনে জঙ্গলের মধ্যে বাসিন্দারা দেহটিকে প্রথম দেখতে পান। তারপর খবর দেওয়া হয় মেটেলি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কথায়, ধড় থেকে দেহটি আলাদা ছিল।

Deadbody Recover: মাথা থেকে আলাদা হয়ে পড়ে রয়েছে মুন্ডু, নর্দমার দিকে তাকাতেই চোখ কপালে উঠল সবার
মৃতদেহ উদ্ধারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 9:41 AM

মেটেলি: নিত্যদিনের মতো বেরিয়ে ছিলেন এলাকাবাসী। কিন্তু চা বাগানের নালার কাছে যেতেই চোখ বিস্ফারিত। কারণ সেখানে পড়ে রয়েছে মুণ্ডহীন পচা-গলা দেহ। যা দেখে রীতিমতো আতঙ্কিত সকালে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির মেটেলি ব্লকের আইভিল চা বাগানে।

জানা গিয়েছে, চা বাগানের কূর্তিপাড়া এলাকার ৩৩ নম্বর সেকশনে জঙ্গলের মধ্যে বাসিন্দারা দেহটিকে প্রথম দেখতে পান। তারপর খবর দেওয়া হয় মেটেলি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কথায়, ধড় থেকে দেহটি আলাদা ছিল।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। খুন নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন যে, সকাল বেলা আশপাশের এলাকায় থাকেন তারা। চা বাগানে কাজের সময় নালার কাছে এসে দেখেন দুর্গন্ধ বেরচ্ছে। কাছে যেতেই দেখলেন এক যুবকের দেহ পড়ে রয়েছে। তার শরীর আলাদা। মাথা অন্যদিকে। তারপরই পুলিশকে খবর দেওয়া হয়।