
ধূপগুড়ি: উপ নির্বাচনের ভোট গণনায় কারচুপির আশঙ্কা। দলবল নিয়ে কমিশনের দারস্থ বিজেপি সাংসদ (BJP MP)। ধূপগুড়ি উপনির্বাচনের দায়িত্বে থাকা কমিশনের জেনারেল অবজার্ভার কৈলাশ সুকদেও পাগাড়ের সঙ্গে দেখা করে ভোট গণনায় কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।
রাত পোহালেই ধূপগুড়ি উপনির্বাচনের (Dhupguri by-election) ভোট গণনা। গণনা হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। মোটের উপর ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হলেও বিজেপির আশঙ্কা গণনায় কারচুপি হতে পারে। প্রশাসনকে কাজে লাগিয়ে কারচুপি করতে পারে শাসক দল। এই আশঙ্কার কথা এদিন অবজার্ভারকে লিখিত আকারে জানান সাংসদ। জলপাইগুড়ি সার্কিট হাউসে অবজারভারের সঙ্গে দেখা করে নিজেদের আশঙ্কার কথা তুলে ধরেন তিনি।
জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জানান, অবজার্ভার তাঁকে আশ্বস্ত করেছেন। তবুও পরিস্থিতির উপর নজর রাখছেন তাঁরা। প্রসঙ্গত, শুক্রবার সকাল ৮টা থেকে ধূপগুড়িতে ভোট গণনার কাজ শপরু শুরু হবে। ইতিমধ্যেই গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে। গণমা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। একইসঙ্গে গণনাকেন্দ্রের ভিতরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। এমনটাই খবর জেলা প্রশাসন সূত্রে।
প্রসঙ্গত, ধূপগুড়ি বিধানসভায় জয় পেয়েছিল বিজেপি। বিধায়ক ছিলেন বিষ্ণুপদ রায়। তাঁর আচমকা মৃত্যুর পরেই ফের উপনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে ২৬০টি বুথে মোট গ্রহণ হয়। ভোটদানের হার ৭৮.১৯ শতাংশ। যদিও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৮ শতাংশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই হার ছিল ৭৮ শতাংশ।