Calcutta High Court: GTA-র ৩১৩ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের, দীর্ঘদিন চাকরি করার প্রসঙ্গ উঠে এল

Calcutta High Court: হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ে ১২ সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি রাজ্য সরকার ও মামলাকারীকে হলফনামা পেশের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। এদিন সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিতে গিয়ে ডিভিশন বেঞ্চ বলে, এই শিক্ষকরা দীর্ঘদিন চাকরি করছেন। সিঙ্গল বেঞ্চ এই বিষয়টি ভেবে দেখেননি।

Calcutta High Court: GTA-র ৩১৩ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের, দীর্ঘদিন চাকরি করার প্রসঙ্গ উঠে এল
সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিতে গিয়ে কী বলল ডিভিশন বেঞ্চ?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 24, 2025 | 1:18 PM

শ্রাবন্তী সাহা

জলপাইগুড়ি: বড় স্বস্তি পেলেন জিটিএ নিয়ন্ত্রণাধীন এলাকায় ৩১৩ জন প্রাথমিক শিক্ষক। ওই শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ের উপর ১২ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল। সেই স্থগিতাদেশ দিতে গিয়ে ডিভিশন বেঞ্চ বলল, এই শিক্ষকরা দীর্ঘদিন শিক্ষকতা করছেন। এই বিষয়টি ভেবে দেখেনি সিঙ্গল বেঞ্চ।     

জিটিএ অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছিল। এই মামলাতে নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়াও অভিযোগ দায়ের হয়েছিল বিনয় তামাং ও তৃণমূল যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে। বেআইনিভাবে নিয়োগের অভিযোগ ওঠে। সেই মামলাতেই গত ১৭ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন।

সিঙ্গল বেঞ্চের রায়কে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। এদিন হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ে ১২ সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি রাজ্য সরকার ও মামলাকারীকে হলফনামা পেশের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। এদিন সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিতে গিয়ে ডিভিশন বেঞ্চ বলে, এই শিক্ষকরা দীর্ঘদিন চাকরি করছেন। সিঙ্গল বেঞ্চ এই বিষয়টি ভেবে দেখেননি। ডিভিশন বেঞ্চের আরও বক্তব্য, রাজনৈতিক অস্থিরতার কারণে এবং অন্যান্য কারণে শিক্ষক নিয়োগ বন্ধ ছিল। এই বিষয়টিও বিবেচনা করেনি সিঙ্গল বেঞ্চ।

ডিভিশন বেঞ্চের এই নির্দেশে উচ্ছ্বসিত GTA নিয়ন্ত্রণাধীন এলাকার এই ৩১৩ প্রাথমিক শিক্ষক। এদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বাইরে ভিড় করেছিলেন অনেকে। ডিভিশন বেঞ্চের নির্দেশ নিয়ে খুশি বলে জানিয়েছেন।

এর আগে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় খারিজ করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেইসময় ডিভিশন বেঞ্চ ওই শিক্ষকদের পরিবারের কথা তুলে ধরেছিল। ওই শিক্ষকরা ৯ বছর ধরে চাকরি করছেন বলে জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। এদিনও শিক্ষকদের দীর্ঘদিন চাকরি করার প্রসঙ্গ উঠে এল।