North Bengal Medical College: মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর, উত্তরবঙ্গ মেডিক্যালে এ কী ছবি?

North Bengal Medical College: সকাল সাফাই কর্মীরা সর্বপ্রথম সেই দেহ দেখেন। ততক্ষণে শরীরের নানা অংশ এদিক-সেদিক খুবলে তুলে ফেলে রেখেছিল পথকুকুরগুলি। তড়িঘড়ি জানানো হয় কর্তৃপক্ষকে। মিনিটে মধ্য়ে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয় মৃতদেহটি।

North Bengal Medical College: মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর, উত্তরবঙ্গ মেডিক্যালে এ কী ছবি?
Image Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jul 17, 2025 | 6:02 PM

শিলিগুড়ি: এক ব্যক্তির দেহ খুবলে খাচ্ছে কুকুর। এই ছবি সাধারণ? স্বাভাবিক? পথ চলতি যে কোনও জায়গা দেখা যায়? প্রতিটা প্রশ্নের উত্তর না। কিন্তু এই ছবি দেখা গেল। কোথায়? তাও আবার মেডিক্যাল কলেজের অন্দরে।

ঘটনা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। সেখানে ক্যানসার চিকিৎসা বিভাগের বাইরে এক ব্যক্তির দেহ খুবলে খেতে দেখা গেল কিছু পথকুকুরকে। একটা নামী মেডিক্যাল কলেজ। তার অন্দরে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে? প্রশ্ন তুলছে একাংশ।

জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের ক্যানসার চিকিৎসা বিভাগের সামনেই পড়ে ছিল ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহটি। সকাল সাফাই কর্মীরা সর্বপ্রথম সেই দেহ দেখেন। ততক্ষণে শরীরের নানা অংশ এদিক-সেদিক খুবলে তুলে ফেলে রেখেছিল পথকুকুরগুলি। তড়িঘড়ি জানানো হয় কর্তৃপক্ষকে। মিনিটে মধ্য়ে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয় মৃতদেহটি।

বেলার দিকে খবর পেয়ে চলে আসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জয় মল্লিক। এদিন তিনি জানিয়েছেন, ‘ক্য়াম্পাস থেকে এই পথকুকুরদের বাড়বাড়ন্তের বিরুদ্ধে বহুবার পদক্ষেপ নেওয়া হয়েছে কোনও লাভ হয়নি। এলাকায় কুকুরের বড্ড অত্যাচার। নিয়ন্ত্রণে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। প্রায় দেড়শো কুকুরের পাল গোটা মেডিক্য়াল কলেজ জুড়ে ঘুরছে।’

তাঁর সংযোজন, ‘মৃত ব্যক্তি হাসপাতালে ভর্তি হননি। তিনি হয়তো চিকিৎসা করাতে এসেছিলেন। কিংবা বহিরাগত। কারণ, প্রতি রাতে এখানে বহু গৃহহীনেরা থাকেন। উনিও হয়তো তাদের মধ্যে একজন।’