Jalpaiguri: জলপাইগুড়িতে ছেলেধরা সন্দেহে পাকড়াও এক যুবক, পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Sep 13, 2023 | 8:15 PM

Jalpaiguri: খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশই শেষে উদ্ধার করে অভিযুক্ত যুবককে। প্রসঙ্গত, গত এক মাস ধরে ছেলেধরা গুজবে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি ও ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকায়। গত কয়েকদিনের মধ্যে জলপাইগুড়ি শহরে বেশ কয়েকটি ঘটনাও‌ ঘটেছে।

Jalpaiguri: জলপাইগুড়িতে ছেলেধরা সন্দেহে পাকড়াও এক যুবক, পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা
ব্যাপক শোরগোল এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: ছেলেধরা সন্দেহে এক যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। বুধবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জলপাইগুড়ি পাতা কাটা গ্রামপঞ্চায়েত এলাকায় এক অচেনা যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা। তাঁর গতিবিধি দেখে তাঁকে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। বেঁধেও রাখা হয়। খবর যায় পুলিশে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশই শেষে উদ্ধার করে অভিযুক্ত যুবককে। প্রসঙ্গত, গত এক মাস ধরে ছেলেধরা গুজবে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি ও ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকায়। গত কয়েকদিনের মধ্যে জলপাইগুড়ি শহরে বেশ কয়েকটি ঘটনাও‌ ঘটেছে। জানা গিয়েছ, ধৃত ওই যুবকের সঙ্গে এদিন আরও দু’জন ছিলেম। যদিও পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাঁরা। তাদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার‌ তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই যুবকেরা আদৌও কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কি না তা এখনও পরিষ্কার নয়। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

যদিও ধৃত যুবক বলছেন, “আমরা ভিক্ষা করে খাই। এদিন সে উদ্দেশ্য়েই এখানে এসেছিলাম। কিন্তু ছেলে ধরা সন্দেহে আমাকে ধরেছে। আমার সঙ্গে আরও ২ জন ছিল। ওরা ভয়ে পালিয়ে গিয়েছে।” অন্যদিকে একইসঙ্গে নতুন করে সামাজিক মাধ্যমে সচেতনতা প্রচার শুরু করেছে পুলিশ। কোথাও কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

Next Article