DA Agitation: কাকদ্বীপ থেকে কোচবিহার, এবার রাজ্যজোড়া ইনসাফ যাত্রায় সরকারি কর্মীরা
DA Agitation: শনিবার দুপুরে জলপাইগুড়ি কর্মচারী ভবনে শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভে এন্ড ড্রইং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দু’দিনের রাজ্য সম্মেলন। এই সম্মেলনে এসেছেন রাজ্যের সমস্ত জেলার প্রতিনিধিরা। সেখানেই এ কথা জানান কো-অর্ডিনেশন কমিটির নেতারা।
জলপাইগুড়ি: রাজ্যজোড়া ইনসাফ যাত্রার পর কয়েকদিন আগেই বামেদের ইনসাফ ব্রিগেড হয়ে গিয়েছে কলকাতায়। ২৯১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল বাম যুবরা। ৩ নভেম্বর থেকে শুরু হয়েছিল যাত্রা। ২২ ডিসেম্বর তা শেষ হয় যাদবপুরে। তারপরেই লোকসভ নির্বাচনের মুখে ডিওয়াইএফআইয়ের ব্রিগেডে বামপন্থী ছাত্র যুবদের নজরকাড়া উপস্থিত লক্ষ্য করা গিয়েছে। এই পদযাত্রা দেখে উদ্বুদ্ধ হয়েছেন বাম মনস্ক সরকারি কর্মীরা। এবার কার্যত একই কায়দায় কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে ইনসাফ যাত্রা করতে চলেছেন তাঁরা।
কেন্দ্রীয় হারে ডিএ, সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ সহ বিভিন্ন দাবি নিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ইনসাফ যাত্রা করবেন বলে জানিয়েছেন কো-অর্ডিনেশন কমিটির রাজ্য নেতা তথা ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রইং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক মৌলীনাথ মুখোপাধ্যায়।
শনিবার দুপুরে জলপাইগুড়ি কর্মচারী ভবনে শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রইং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দু’দিনের রাজ্য সম্মেলন। এই সম্মেলনে এসেছেন রাজ্যের সমস্ত জেলার প্রতিনিধিরা। সেখানেই এ কথা জানান কো-অর্ডিনেশন কমিটির নেতারা।
মৌলীনাথ মুখোপাধ্যায় বলছেন, রাজ্যজুড়ে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। অথচ হাজার হাজার সরকারি পদ শূন্য হয়ে পড়ে আছে। সব দপ্তরে চুক্তি ভিত্তিক লোক দিয়ে কাজ করানো হচ্ছে। আমাদের ৩৬% ডিএ বকেয়া রয়েছে। তাই এবার আমরাও ঠিক করেছি এই বঞ্চনার কথা আমরা আমাদের কর্মচারী পরিবারের কাছে তুলে ধরব। তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগে আমরা কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ইনসাফ পদযাত্রা করে আমাদের কর্মীদের পরিবারগুলিকে সচেতন করব।