Indian air force: এবার আর শুধু BSF নয়, সীমান্তে প্রস্তুত হল বায়ুসেনাও, হাঁ করে দাঁড়িয়ে দেখল বাংলাদেশ

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 20, 2025 | 8:52 PM

Jalpaiguri: গত ১৬ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে যৌথ মহড়া 'ডেভিল স্ট্রাইক'। ভারতীয় স্থলসেনার বিমান বাহিনী ও ভারতীয় বিমান বাহিনীর (এয়ারফোর্স) মধ্যে এই মহড়া হয়েছে। শত্রুপক্ষ কোনওভাবে আক্রমণ করলে কীভাবে তা প্রতিহত করা হবে, বিপদ সামনে এলে কীভাবে চতুরতার সঙ্গে সেনা মোকাবিলা করবে, চরম পরিস্থিতিতে কীভাবে নিজেদের রক্ষা করবে তা সবটাই এই মহড়ার অংশ ছিল।

Indian air force: এবার আর শুধু BSF নয়, সীমান্তে প্রস্তুত হল বায়ুসেনাও, হাঁ করে দাঁড়িয়ে দেখল বাংলাদেশ
বায়ুসেনার মহড়া
Image Credit source: Tv9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে কম অশান্তি হয়নি। বারবার বিএসএফ-কে বাধা দেওয়ার অভিযোগ উঠছে বিজিবি-র বিরুদ্ধে। প্রতিহত করেছেন ভারতীয়রা। এই আবহের মধ্যে শত্রুপক্ষ আক্রমণ করলে কী করে পরিস্থিতিকে সামাল দিতে হবে, তার জন্য অনুষ্ঠিত হল সেনা এবং বায়ু সেনার যৌথ মহড়া। নাম ‘ডেভিল স্ট্রাইক’। আর যে সময় সীমান্তে নিজের  শক্তি প্রদর্শন করছে বায়ু সেনা, সেই সময় ওপাড়ে হাঁ করে দাঁড়িয়ে দেখল বাংলাদেশ।

গত ১৬ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে যৌথ মহড়া ‘ডেভিল স্ট্রাইক’। ভারতীয় স্থলসেনার বিমান বাহিনী ও ভারতীয় বায়ু সেনার (এয়ারফোর্স) মধ্যে এই মহড়া হয়েছে। শত্রুপক্ষ কোনওভাবে আক্রমণ করলে কীভাবে তা প্রতিহত করা হবে, বিপদ সামনে এলে কীভাবে চতুরতার সঙ্গে সেনা মোকাবিলা করবে, চরম পরিস্থিতিতে কীভাবে নিজেদের রক্ষা করবে তা সবটাই এই মহড়ার অংশ ছিল।

মহড়ার মূল বিষয়

দূরবর্তীস্থানে বাহিনীকে সুনির্দিষ্ট এবং দক্ষভাবে কাজে জন্য উন্নত প্রযুক্তি এবং অত্যাধুনিক সরঞ্জাম মোতায়েন।

সেনাবাহিনী এবং বায়ু সেনার মধ্যে সম্বন্বয় সাধন

কোনও রকম চ্যালেঞ্জে সেনা কীভাবে কাজ করবে তাও ছিল মহড়ার বিষয়

এ দিনের মহড়ায় উপস্থিত ছিলেন জিওসি লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা। মহড়া সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “এই মহড়া আমাদের সেনাদের আরও আত্মবিশ্বাস বাড়াবো। ভবিষ্যতে যে কোনও চ্যালেঞ্জের জন্য তাঁরা প্রস্তুত থাকবেন।”

 

Next Article