Jalpaiguri: বাজারে দিকে নিয়ে যাওয়া হচ্ছে… খবর পান শুধু এটুকুই, জালে ধরা পড়ল বড়সড় চক্র

Jalpaiguri: রবিবার দুপুরে বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডুর কাছে খবর আসে কচ্ছপের মাংস বিক্রি করা হবে। এই উদ্দেশ্যে কয়েকটি কচ্ছপকে বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে স্থানীয় একটি চা বাগানের কাছে ফাঁদ পাতে পুলিশ। এরপর অভিযুক্তদের পাকড়াও করে ৩ টি কচ্ছপ উদ্ধার করে।

Jalpaiguri: বাজারে দিকে নিয়ে যাওয়া হচ্ছে... খবর পান শুধু এটুকুই, জালে ধরা পড়ল বড়সড় চক্র
উদ্ধার কচ্ছপImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 08, 2025 | 3:12 PM

জলপাইগুড়ি:  কচ্ছপ সমেত এক কুখ্যাত বন্যপ্রাণী দেহাংশ বিক্রেতা ও তার সাগরেদকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম নীলকান্ত রায় এবং দিলীপ ওড়াও।এদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি বড় আকারের কচ্ছপ।গোপন খবরের ভিত্তিতে অভিযুক্তদের রবিবার দুপুরে গ্রেফতার করে রাজগঞ্জের বেলাকোবা ফাঁড়ির পুলিশ। অপরদিকে গতকাল রাতে জলপাইগুড়ি বাবু ঘাটে করলা নদী থেকে উঠে আসে একটি ইন্ডিয়ান সফট শেল টার্টেল।পরিবেশ কর্মীরা সেটিকে উদ্ধার করে আবার নদীতে ছেড়ে দেয়। জেলার দুই প্রান্তে দুই চিত্র ধরা পড়ল।

জানা গিয়েছে, রবিবার দুপুরে বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডুর কাছে খবর আসে কচ্ছপের মাংস বিক্রি করা হবে। এই উদ্দেশ্যে কয়েকটি কচ্ছপকে বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে স্থানীয় একটি চা বাগানের কাছে ফাঁদ পাতে পুলিশ। এরপর অভিযুক্তদের পাকড়াও করে ৩ টি কচ্ছপ উদ্ধার করে।

ধৃত কুখ্যাত প্রানী দেহাংশ বিক্রেতা নীলকান্ত রায় জেরায় জানিয়েছে সে, এর আগেও গ্রেফতার হয়েছে। বিহার থেকে মাছের গাড়ি করে শিলিগুড়ি সুপার মার্কেটে এই কচ্ছপ গুলিকে আনা হয়। এরপর ৮০০ টাকা কিলো দরে পাইকারি বিক্রি করা হয়। অভিযুকরা সেখান থেকে কিনে এনে চড়া দামে খোলা বাজারে বিক্রি করে।

এদিন উদ্ধার হওয়া কচ্ছপ এবং ধৃতদের বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসার চিরঞ্জিত পালের হাতে তুলে দেয় পুলিশ আধিকারিক অভিজিৎ কুণ্ডু। অপরদিকে শনিবার রাতে জলপাইগুড়ি বাবু ঘাটে গল্প করছিলেন স্থানীয় পরিবেশ কর্মীরা। আচমকাই তাঁরা লক্ষ্য করেন, নদীর ঘাটে উঠেছে একটি ইন্ডিয়ান সফট শেল টার্টেল। সঙ্গে পরিবেশ কর্মী দীপাঞ্জন বক্সি সেটিকে পাকড়াও করে নদীতে ছেড়ে দেন।