Jalpaiguri: বাড়িতে ঢুকে কুপিয়ে ‘খুন’, ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

Jalpaiguri Case Verdict: ঘটনায় সরকার পক্ষের আইনজীবী স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর প্রসেনজিৎ দেব জানান, গত ৩ বছর ধরে এই মামলা চলে। মোট ১২ জন এই মামলায় সাক্ষ্য প্রদান করেন। উভয়পক্ষ শোনার পর জলপাইগুড়ি জেলা আদালতের থার্ড কোর্টের অ্যাডিশনাল সেশন জাজ বিপ্লব রায় ৪ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের সাজা দিয়েছেন।

Jalpaiguri: বাড়িতে ঢুকে কুপিয়ে খুন, ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
আইনজীবীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 05, 2025 | 8:32 PM

জলপাইগুড়ি:  বাড়িতে ঢুকে কুপিয়ে খুন। একই মামলায় ৪ জনকে যাবজ্জীবন সাজা দিল আদালত। জমি নিয়ে দুই আত্মীয় পরিবারের বিবাদের জেরে ২০২২ সালের ধূপগুড়ির শাল বাড়িতে গোবিন্দ মণ্ডল নামে এক ব্যক্তিকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় ৯ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। দীর্ঘ ৩ বছর ধরে মামলা চলে জলপাইগুড়ি জেলা আদালতে। ওই মামলায় জলপাইগুড়ি আদালতে ৫ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা হয়। এর মধ্যে ৪ জনকে যাবজ্জীবন এবং একজনকে ১০ বছর জেলের নির্দেশ দেন বিচারক।

ঘটনায় সরকার পক্ষের আইনজীবী স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর প্রসেনজিৎ দেব জানান, গত ৩ বছর ধরে এই মামলা চলে। মোট ১২ জন এই মামলায় সাক্ষ্য প্রদান করেন। উভয়পক্ষ শোনার পর জলপাইগুড়ি জেলা আদালতের থার্ড কোর্টের অ্যাডিশনাল সেশন জাজ বিপ্লব রায় ৪ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের সাজা দিয়েছেন। বাকিদের এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রসেনজিৎ দেব বলেন, “২০২২ সালের ২৯৬ নম্বর কেস। পাঁচ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালে। শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মণ্ডলের বাড়িতে ঘটে। বাঁশের লাঠি, কোদাল নিয়ে বাড়িতে ঢুকে গোবিন্দর সন্ধ্যারানি ও তাঁদের ৪ ছেলেকে আক্রমণ করে। গোবিন্দ বাড়িতে ঢুকলে বাঁশ দিয়ে মাথায় মারা হয়, কোপান হয়। পরে তাঁর মৃত্যু হয়।” এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে এফআইআর হয়। ৫ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা হয়। ৪ জনকে যাবজ্জীবন এবং একজনকে ১০ বছর জেলের নির্দেশ দেন বিচারক।