Jalpaiguri: মামাবাড়িতে বেড়াতে এসেছিল, সাত বছরের শিশুর দেহ উদ্ধার বাংলাদেশে

Jalpaiguri: ময়নাগুড়ি ব্লকের বালাসন এলাকায় মামাবাড়িতে বাড়ি ঘুরতে গিয়েছিল। সোমবার দুপুরে আচমকাই নিখোঁজ হয়ে যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ময়নাগুড়ি থানার আই সি সুবল ঘোষ একটি টিম গঠন করে তল্লাশি শুরু করেন।

Jalpaiguri:  মামাবাড়িতে বেড়াতে এসেছিল, সাত বছরের শিশুর দেহ উদ্ধার বাংলাদেশে
বাংলাদেশে শিশুর দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 13, 2025 | 11:23 AM

জলপাইগুড়ি: মামাবাড়ি বেড়াতে গিয়েছিল। কিন্তু আর বাড়ি ফেরা হল না এক রত্তির। ময়নাগুড়ি ধরলা নদীর জলে ডুবে মারা গিয়ে তার দেহ ভাসতে ভাসতে চলে যায় বাংলাদেশে। মৃত শিশুর নাম শঙ্খদীপ ঘোষ। বছর বছর সাতেক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের বালাসন এলাকায় মামাবাড়িতে বাড়ি ঘুরতে গিয়েছিল। সোমবার দুপুরে আচমকাই নিখোঁজ হয়ে যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ময়নাগুড়ি থানার আই সি সুবল ঘোষ একটি টিম গঠন করে তল্লাশি শুরু করেন।

*আশেপাশের বিভিন্ন থানায় যোগাযোগ করে হদিস না পেয়ে এরপর স্থানীয় ধরলা নদীতে তল্লাশি শুরু করে। আইসি নিজে সিভিল ডিফেন্স কর্মীদের সঙ্গে স্পিড বোট নিয়ে চলে যান বাংলাদেশ সীমান্তে। যোগাযোগ করেন বাংলাদেশ পুলিশের সঙ্গে।বাচ্চার ফটো পাঠিয়ে দেন। এরপর বাংলাদেশের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গুড়িয়াটারি  ধরলা নদী সংলগ্ন এলাকায় তার দেহ উদ্ধার হয়।

এরপর দেহ শনাক্ত করা হয়। পরে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনের মারফৎ ময়নাগুড়ি থানায় খবর যায়।পুলিশ প্রশাসন ও বিএসএফ সহযোগিতায় সেই শিশুর দেহ ভারতে ফিরিয়ে আনা হয় চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে। এরপর ময়নাগুড়ি থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি নিয়ে যান চ্যাংরাবান্ধা থেকে। ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকালে দেহ হস্তান্তর করা হয়।