AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri Bus Service: গন্তব্যে পৌঁছানোর আগেই যান্ত্রিক ত্রুটি, বাসের চাকাই খুলে নিয়ে চলে গেলেন যাত্রীরা!

Jalpaiguri Bus Service: অভিযোগ, পুলিশের তরফেও জানিয়ে দেওয়া হয় তাঁদের পক্ষে এ ব্যাপারে কিছু করার নেই। এরপর কয়েকজন যাত্রী প্রায় কুড়ি হাজার টাকা খরচ করে প্রাইভেট ট্যাক্সি ভাড়া করে গুয়াহাটি অভিমুখে রওনা দেন।

Jalpaiguri Bus Service: গন্তব্যে পৌঁছানোর আগেই যান্ত্রিক ত্রুটি, বাসের চাকাই খুলে নিয়ে চলে গেলেন যাত্রীরা!
জলপাইগুড়িতে বাসের চাকা খুলে নিলেন যাত্রীরা (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 7:34 AM
Share

জলপাইগুড়ি: বাসে চেপে বাড়ি ফিরতে না পেরে বাসের চাকা খুলে নিয়ে চলে গেলেন পরিযায়ী শ্রমিকরা।

মাঝ রাস্তায় বিকল দূর পাল্লার বাস। মালিকের কাছে আকুতি মিনতি করে পরিষেবা না পেয়ে রাগে বাসের চাকাই খুলে নিয়ে চলে গেলেন পরিযায়ী শ্রমিকরা। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে।

শিলিগুড়ি থেকে একটি বেসরকারি বাস কোম্পানির ভলভো বাসে চেপে গুয়াহাটি যাচ্ছিলেন ৫০ জন যাত্রী। বাসযাত্রীদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটি থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘন্টা পড়ে বাসটি ছাড়ে।

বাসটি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি মোহিত নগর এলাকায় আসবার পর বাসের ক্লাচ প্লেট জ্বলে যায়। ফলে বাসটি বিকল হয়ে যায়। কিন্তু মোহিত নগর এলাকা জনমানবহীন থাকায় বাসটিকে প্রায় ৩ কিলোমিটার ঠেলে গোশালা মোড় নিয়ে যান বাসের যাত্রীরা।

এরপর বাস মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন বাসের যাত্রীরা। তারপর প্রায় দু ঘন্টা ধরে বিকল্প বাসের জন্য অপেক্ষা করে বসে থাকেন। কিন্তু দ্বিতীয় আর কোনও বাস আসেনি। ফের বাস মালিকের সঙ্গে যোগাযোগ করলে তাঁর মোবাইল সুইচ অফ পাওয়া যায়। এরপর বাসযাত্রীরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগ, পুলিশের তরফেও জানিয়ে দেওয়া হয় তাঁদের পক্ষে এ ব্যাপারে কিছু করার নেই। এরপর কয়েকজন যাত্রী প্রায় কুড়ি হাজার টাকা খরচ করে প্রাইভেট ট্যাক্সি ভাড়া করে গুয়াহাটি অভিমুখে রওনা দেন। বাসে ছিলেন কয়েকজন পরিযায়ী শ্রমিক। তাঁদের কাছে অন্য বাসে বা ট্রেনে গুয়াহাটি যাওয়ার মতো টাকা না থাকায়, তাঁরা বাসের চাকা খুলে নিয়ে যান।

পরিযায়ী শ্রমিকেরা বলেন, “এখন এই চাকা বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তা দিয়ে খাওয়া দাওয়া করে অন্য বাসে করে অসম যাব আমরা।”

পরিযায়ী শ্রমিকরা জানাচ্ছেন, এমনিতেই কোভিড পরিস্থিতিতে রোজগার কম। তারওপর মাসে একবারই বাড়ি ফেরেন তাঁরা। যাতায়াতের খরচ কোনওক্রমে জোগাড় করেন। কিন্তু এই ভাবে টাকা দিয়েও ঠিক মতো পরিষেবা না পেলে তাঁরা কী করবেন! বিকল্প কোনও ব্যবস্থাও করে উঠতে পারেননি তাঁরা। তাই চাকা খুলে নিয়ে যান তাঁরা। সেই চাকা বিক্রি করে যে টাকা পান, তা দিয়ে রাতের খাবার খেয়ে, বাড়ি ফেরার ব্যবস্থা করেন সকলে মিলে! তবে এই ঘটনা স্বাভাবিকভাবেই নজিরবিহীন।

আরও পড়ুন: Deocha Pachami Project: পাচামি এলাকায় পরিদর্শনে গিয়ে বাধাপ্রাপ্ত সুজন চক্রবর্তী, দেখানো হল কালো পতাকা!

আরও পড়ুন: Body Recovered at Patashpur: চুরির টাকার বাঁটোয়ারা নিয়ে বিরোধ, পটাশপুরে গুলিকাণ্ডে ধৃত ৩