Jalpaiguri: ডাক্তারদের জন্য নির্দেশিকা জারি করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

Jalpaiguri: প্রসঙ্গত, স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় এক রোগী মৃত্যুর ঘটনা ঘটে। অন্তত তেমনটাই দাবি করেছিলেন মৃত রোগীর পরিবারের লোকজন। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লুকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

Jalpaiguri: ডাক্তারদের জন্য নির্দেশিকা জারি করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক
ডাক্তারদের সঙ্গে বৈঠকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 05, 2025 | 7:19 PM

জলপাইগুড়ি: রোগী মৃত্যুর পর নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। অভিযুক্ত চিকিৎসকদের শোকজ। পাশাপাশি বিনা অনুমতিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছেড়ে বাইরে যেতে পারবেন না চিকিৎসকেরা। নির্দেশিকা জারি করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যাবতীয় রিপোর্ট হেড কোয়ার্টারে পাঠালো ‘প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন’ (PHA)।

প্রসঙ্গত, স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় এক রোগী মৃত্যুর ঘটনা ঘটে। অন্তত তেমনটাই দাবি করেছিলেন মৃত রোগীর পরিবারের লোকজন। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লুকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই ঘটনায় এবার ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত দুই চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য আধিকারিককে শোকজ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার।

এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। সোমবার জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে কাছে সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদের নেতৃত্বে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, “অত্যন্ত গুরুতর অভিযোগ। কেন চিকিৎসক ছিলেন না তা খতিয়ে দেখা হচ্ছে।”