
জলপাইগুড়ি: প্রতিবেশীর মৃত্যুতে তাঁর প্রেমিকা ও পরিবারের সদস্যদের গ্রেফাতারের দাবি জানিয়ে একত্রিত হলেন সাফাই কর্মীরা। চলল বিক্ষোভ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে জলপাইগুড়ি পৌর এলাকায় সাফাইয়ের কাজ বন্ধের হুমকি দিলেন তাঁরা।
কী ঘটেছে?
অভিযোগ, সম্পর্কে টানা পোড়েনের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল সিদ্ধার্থ হেলা নামের বছর কুড়ির এক যুবক। জলপাইগুড়ি হরিজন বস্তি এলাকায় বাড়ি তাঁর। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকা ও তাঁর পরিবারের লোকেদের গ্রেফতারের দাবিতে গত রবিবার প্রায় ঘণ্টা দু’য়েক কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি চলে। একই সঙ্গে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও হরিজন বস্তির বাসিন্দারা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়। তবে সেদিনের মতো থানা ঘেরাও উঠে যায়।
এরপর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না করায় বুধবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানা ফের ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও হরিজন বস্তির বাসিন্দারা। বিক্ষোভকারীদের পক্ষ থেকে বৃহস্পতিবার ফের ৪৮ ঘণ্টার চূড়ান্ত সময় বেধে দেওয়া হয়। যদি এই সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হয় তবে জলপাইগুড়ি পৌরসভার ২৫ টি ওয়ার্ডে সাফাই কর্ম বন্ধ করে দেওয়ার হুমকি দেন বিক্ষোভকারীরা।