বিকট শব্দ, কেঁপে ওঠে মাটি, জলপাইগুড়িতে রেললাইনের ধারে ভয়ঙ্কর বিপর্যয়

খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলের দিকে রওনা হন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।

বিকট শব্দ, কেঁপে ওঠে মাটি, জলপাইগুড়িতে রেললাইনের ধারে ভয়ঙ্কর বিপর্যয়
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 28, 2021 | 11:10 AM

জলপাইগুড়ি: আচমকাই বিকট শব্দ। কেঁপে ওঠে এলাকা। প্রথমটায় কিছুই বুঝতে পারেননি স্থানীয়রা। পরে শব্দের উৎস খুঁজতে গিয়ে তাঁরা দেখেন জলপাইগুড়ি (Jalpaiguri) খলাইগ্রাম রেলস্টেশনে ঘটেছে বিপর্যয়। মালগাড়ির একটি বগি লাইনচ্যুত।

বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আলিপুরদুয়ার থেকে এনজেপিগামী মালগাড়ির একটি বগি কাপলিং ছিঁড়ে লাইনচ্যুত হয়। ক্ষতিগ্ৰস্ত হয় রেললাইন। রাতে ট্রেন চলাচল বন্ধ থাকে এই রুটে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলের দিকে রওনা হন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। ধূপগুড়ি, ফালাকাটা-সহ বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেনগুলো দাঁড়িয়ে পড়ে।

রাত থেকেই শুরু হয় রেললাইন মেরামত। দূরপাল্লার ট্রেনগুলোকে ভোরবেলা ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় ন’ঘন্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। সকাল ৮.২০ তে ছাড়ে আপ কামরুপ এক্সপ্রেস। পুরোপুরি মেরামতির কাজ সম্পন্ন হয়নি। ফলে অতি সতর্ক রেল কর্তারা।

নিজস্ব চিত্র

আরও পড়ুন:  ‘অভিষেক-বিনয় মিশ্র একই বিমানের যাত্রী’, বিস্ফোরক দাবি নিশীথের

জিআরপি-র আধিকারিক বিশ্বজিৎ সাহা বলেন, “খলাইগ্ৰাম রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। তবে খালি ছিল মালগাড়িটি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।”