Jalpaiguri: লাল গাড়িতে ছিল ওরা, মাঝপথে হাজির স্বয়ং ‘যমদূত’, তারপরই সব শেষ…

Jalpaiguri: এরপর আজ দুপুরে তিনি বন্ধুর বাইকে চেপে শিলিগুড়ি যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথে খটখটিয়া ঘাটের সামনে তারা বুনো হাতির মুখোমুখি হন। মনোজ বাইক থেকে লাফিয়ে নিচে নামেন।

Jalpaiguri: লাল গাড়িতে ছিল ওরা, মাঝপথে হাজির স্বয়ং যমদূত, তারপরই সব শেষ...
এই লাল গাড়িতেই ছিলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 14, 2025 | 7:34 PM

জলপাইগুড়ি: ডাক্তার দেখাতে গিয়ে আর বাড়ি ফেরা হল না। ভর দুপুরে হাতির হানায় মৃত্যু হল পরিযায়ী শ্রমিকরা। ঘটনায় বনদফতরের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। গাড়ি ফেলে পালিয়ে যান বনকর্মীরা। দুপুর থেকে সন্ধ্যা গড়ালেও দেহ পড়ে আছে ঘটনাস্থলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামপঞ্চায়েতের মহারাজ ঘাট এলাকার বাসিন্দা মনোজ ওঁড়াও (৪৫)। পেশায় ওই পরিযায়ী শ্রমিক। তিনি কেরলে কাজ করতেন। সেখানে তাঁর পায়ে চোট পাওয়ায় তিনি গতকাল গ্রামে ফিরে আসেন।

এরপর আজ দুপুরে তিনি বন্ধুর বাইকে চেপে শিলিগুড়ি যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথে খটখটিয়া ঘাটের সামনে তারা বুনো হাতির মুখোমুখি হন। মনোজ বাইক থেকে লাফিয়ে নিচে নামেন। বাইক চালক বন্ধু মটোরবাইক চালিয়ে পালিয়ে গেলেও পায়ে ব্যথার কারণ মনোজ পালাতে পারেনি। এরপর বুনো হাতি এসে তাঁকে পিশে দিয়ে জঙ্গলে পালিয়ে যায়।

দুলাল অধিকারী, আনন্দ দাস নামে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিস্তা পাড়ে বিগত বেশ কয়েকদিন ধরে প্রায় ১০০ টি হাতির একটি দল প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে। বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে এসে ফসল নষ্ট করে দিচ্ছে। বনদফতর সহযোগিতা করছে না বলে তাদের অভিযোগ। আজ দুপুরে এই নিয়ে বনদফতরে ডেপুটেশন দেন তারা। ডেপুটেশন চলাকালীন ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতর। উত্তেজিত জনতা তাদের ঘিরে ধরে। ভাঙচুর চালায় গাড়িতে। গাড়ি ফেলে পালিয়ে যান বনকর্মীরা। যদিও, এই নিয়ে বনদফতরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় শোকের ছায়া মান্তাদারি গ্রামপঞ্চায়েত এলাকায়।