Jalpaiguri: ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে ফাস্ট ফুডের দোকান! অভিযানে নামল দমকল বাহিনী

Jalpaiguri: শহরের জনবহুল এলাকায় থাকা বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকান ও শপিং মলগুলিতে অভিযান চলল দমকল বাহিনীর। কোথাও কোনও অঘটন ঘটলে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য কী ব্যবস্থা রয়েছে, তা খতিয়ে দেখেন দমকল আধিকারিকরা।

Jalpaiguri: ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে ফাস্ট ফুডের দোকান! অভিযানে নামল দমকল বাহিনী
জলপাইগুড়িতে দমকল বাহিনীর অভিযানImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Jun 09, 2024 | 11:45 AM

জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ফাস্ট ফুডের দোকান, রেস্তোরাঁ। সেই সব জায়গায় অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে? সব খতিয়ে দেখতে এবার আসরে নামলেন দমকল আধিকারিকরা। শহরের জনবহুল এলাকায় থাকা বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকান ও শপিং মলগুলিতে অভিযান চলল দমকল বাহিনীর। কোথাও কোনও অঘটন ঘটলে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য কী ব্যবস্থা রয়েছে, তা খতিয়ে দেখেন দমকল আধিকারিকরা।

উল্লেখ্য, জলপাইগুড়ি শহরে এমন প্রায় শতাধিক ফাস্ট ফুডের দোকান, হোটেল ও কারখানা রয়েছে। তার মধ্যে কয়েকটি জায়গায় এদিন অভিযান চালান দমকল আধিকারিকরা। বিভিন্ন সময়ে অভিযোগ উঠে আসে, বিভিন্ন ফাস্ট ফুডের দোকান ও কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিকভাবে রাখা থাকে না। সেই কারণে কখনও আগুনের থেকে দুর্ঘটনা ঘটলে, তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়েও চিন্তা বেড়ে যায়। তাই এবার এই সব জায়গায় অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে, তা খতিয়ে দেখতে আসরে নামল দমকল বাহিনী।

সূত্রের খবর, সম্প্রতি বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল জলপাইগুড়ি শহরে। তারপরই নড়েচড়ে বসেছে দমকল বিভাগ। এই বিষয়ে দমকলের ওসি গোবিন্দ রায় এটিকে কোনও অভিযান না বলে রুটিন ইনস্পেকশন হিসেবেই ব্যাখ্যা করছেন। সেই কারণেই হোটেল, শপিং মলে প্রতি মাসেই গিয়ে খতিয়ে দেখা হয় কোথায় কেমন অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে।