Jalpaiguri: বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকল পৌঁছনোর আগেই ছুটে এল বৃষ্টি

Jalpaiguri: খবর যায় ধূপগুড়ি থানায় ও দমকল বিভাগে। সঙ্গে সঙ্গেই ডাউকিমারি আউটপোস্টের পুলিশ, গ্রামীণ পুলিশ এবং ধূপগুড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Jalpaiguri: বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকল পৌঁছনোর আগেই ছুটে এল বৃষ্টি
বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 19, 2025 | 12:02 PM

জলপাইগুড়ি:  গভীর রাতে বাজারে আগুন! ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি। বালতি করে দল  ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একমাত্র জনবহুল সাপ্তাহিক বাজার খট্টিমারিতে গভীর রাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ ভাগ্য রায়ের মোবাইল দোকানে আগুন লাগে। লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান।

খবর যায় ধূপগুড়ি থানায় ও দমকল বিভাগে। সঙ্গে সঙ্গেই ডাউকিমারি আউটপোস্টের পুলিশ, গ্রামীণ পুলিশ এবং ধূপগুড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে অনুমান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, প্রায় ২ লক্ষ টাকার মোবাইল ও বৈদ্যুতিক সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের তীব্রতায় আশপাশের আরও কয়েকটি দোকানেও আগুন ছড়ায়, যদিও ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম। তবে ব্যবসায়ী মহলের বক্তব্য, হঠাৎ হওয়া মাঝরাতের বৃষ্টিই গোটা খট্টিমারি বাজারকে বড়সড় বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। ব্যবসায়ীদের কথায়,  প্রাকৃতিক বৃষ্টিই শেষ পর্যন্ত হয়ে উঠেছে রক্ষাকবচ।