BJP-TMC: DM অফিস অভিযানে যাওয়ার পথে BJP-র বিশাল মিছিল চলে এল TMC কার্যালয়ের সামনে, তারপরই…

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 02, 2024 | 4:40 PM

Jalpaiguri: এ দিন, জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে মিছিল করেন কর্মীরা। তৃণমূল জেলা কার্যালয়ের সামনে আসে সেই মিছিল। সেখানে দাঁড়িয়ে স্লোগান দেয় তারা। সাময়িক উত্তেজনা তৈরী হলেও বিশাল পুলিশ বাহিনী তৃণমূল অফিসের সামনে পাহারা থাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

BJP-TMC: DM অফিস অভিযানে যাওয়ার পথে BJP-র বিশাল মিছিল চলে এল TMC কার্যালয়ের সামনে, তারপরই...
জলপাইগুড়িতে উত্তেজনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: শনিবার চিকিৎসকরা লালবাজার অভিযান করছেন কলকাতায়। অন্য়দিকে, জলপাইগুড়িতে ডিএম অফিস অভিযানে নেমেছে বিজেপি। তবে জেলা শাসকের অফিস কার্যালয়ে যাওয়ার আগে মিছিলটি চলে এল তৃণমূল পার্টি অফিসের সামনে। তবে কোনও রকম অশান্তি এড়াতে কার্যালয় আগলে দাঁড়িয়ে থাকল বিশাল পুলিশ বাহিনী। তবে কোনও রকম অশান্তি হয়নি।

এ দিন, জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে মিছিল করেন কর্মীরা। তৃণমূল জেলা কার্যালয়ের সামনে আসে সেই মিছিল। সেখানে দাঁড়িয়ে স্লোগান দেয় তারা। সাময়িক উত্তেজনা তৈরী হলেও বিশাল পুলিশ বাহিনী তৃণমূল অফিসের সামনে পাহারা থাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, “বনধের দিন আমাদের অফিসের সামনে এসে তৃণমূল কর্মীরা আমাদের পতাকা ফেলে দেয়। আমরাও আজকে পারতাম তৃণমূল অফিস গুড়িয়ে দিতে। কিন্তু তা আমরা করিনি। কিন্তু আজ তৃণমূল অফিস পুলিশ পাহারা দিয়ে রাখলো। আগামী দিন তৃণমূল নেতারা পুলিশ ছাড়া শৌচাগারেও যেতে পারবে না। পরিস্থিতি না বদল হলে ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।”

Next Article