AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: নাবালক ছেলের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন, ফাঁসির সাজা আদালতের

Jalpaiguri: ২০২৩ সালে ঘটনাটি ঘটে। অভিযোগ, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক জানতে পেরে গিয়েছিলেন স্ত্রী। তিনি সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এই নিয়ে নিত্যদিন অশান্তি লেগে থাকত।

Jalpaiguri: নাবালক ছেলের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন, ফাঁসির সাজা আদালতের
সাজাপ্রাপ্তImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2025 | 4:15 PM

জলপাইগুড়ি: নাবালক ছেলের সামনে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার চারেরবাড়ি সরকারপাড়ার বাসিন্দা সুজিত দে ভৌমিক কে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি আদালত।

২০২৩ সালে ঘটনাটি ঘটে। অভিযোগ, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক জানতে পেরে গিয়েছিলেন স্ত্রী। তিনি সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এই নিয়ে নিত্যদিন অশান্তি লেগে থাকত। ঘটনার দিন সকালেও বাড়িতে এই নিয়ে অশান্তি হয়। এরপর সুজিত দে ভৌমিক তার নাবালক ছেলের সামনে তার স্ত্রী কে বুকের ওপর কুড়ুল দিয়ে একাধিকবার আঘাত করে।

ওইসময় বাড়িতে ছিলেন সুজিতের শ্বশুর ও শাশুড়ি। তারা বাধা দিতে গেলে তাঁদেরকেও খুনের চেষ্টা করে সুজিত। সেই ঘটনায় আজ সোমবার জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতের অ্যাডিশন্যাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে সুজিত দে ভৌমিক কে ফাঁসির নির্দেশ দেন। একই সঙ্গে দু’জনকে খুনের চেষ্টার অভিযোগে সুজিতকে যাবজ্জীবন সাজা ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। তবে সাজাপ্রাপ্তের পাল্টা দাবি, গোটা ঘটনার সাজানো।