AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri Nairobi Fly: ফস্কা পড়ে ঝলসে গিয়েছে চামড়া, জলপাইগুড়িতে আতঙ্ক ছড়াচ্ছে ‘নাইরোবি ফ্লাই’

Jalpaiguri Nairobi Fly: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ধূপগুড়ি শহরে অ্যাসিড পোকার আক্রমণে হাসপাতলে গিয়েছেন প্রায় ২০ জন। অন্তত এমনটাই স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

Jalpaiguri Nairobi Fly: ফস্কা পড়ে ঝলসে গিয়েছে চামড়া, জলপাইগুড়িতে আতঙ্ক ছড়াচ্ছে 'নাইরোবি ফ্লাই'
জলপাইগুড়িতে নাইরোবি ফ্লাইয়ের আতঙ্ক
| Edited By: | Updated on: Jul 10, 2022 | 10:41 AM
Share

জলপাইগুড়ি: ফের ধূপগুড়িতে অ্যাসিড পোকার অর্থাৎ নাইরোবি ফ্লাইয়ের কামড়ে অসুস্থ হলেন আরও এক ব্যক্তি। এবার ধূপগুড়ি পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজেশ যাদব নামে এক ব্যবসায়ী। এই অ্যাসিড পোকার আক্রমণে অসুস্থ হয়ে ইতিমধ্যে ধূপগুড়ি হাসপাতালে গিয়েছেন চিকিৎসার জন্য। হাতের তলায় ফস্কা পড়ার মতো রীতিমতো ঝলসে গিয়েছে। ওই এলাকায় বেশ কিছুটা অংশ ফুলে উঠেছে। এলাকার বাসিন্দারাই বলছেন, যে কোনও ধরনের পোকা দেখলেই এখন মনে ভয় হচ্ছে। পোকার কামড়ের ঘটনা বেড়ে চলায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ধূপগুড়ি শহরে অ্যাসিড পোকার আক্রমণে হাসপাতলে গিয়েছেন প্রায় ২০ জন। অন্তত এমনটাই স্বাস্থ্য দফতর সূত্রে খবর। অ্যাসিড পোকার আক্রমণের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে ।

এদিকে এই বিরল পোকার আক্রমণের কথা ছড়িয়ে পড়ায় রীতিমতো আতঙ্কে রয়েছেন শহরবাসী। অ্যাসিড পোকার আক্রমণের শিকার রাজেশ যাদব বলেন, “দোকানে কাজ করছিলাম। জামার ভিতর জ্বালাপোড়া শুরু হয়। জামা খুলে দেখতে দেখতে জায়গাটি লাল হয়ে ফুলে ওঠে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যাই। আমাকে দেখে চিকিৎসক জানান, এটা অ্যাসিড পোকার থেকে হয়েছে। যে অ্যাসিড পোকার আক্রমণে এখনও বেশ কয়েকজন অসুস্থ হয়েছে এবং সেই পোকার আক্রমণে যে ধরনের লক্ষণগুলো দেখা যায়। তাই আমরা খুবই আতঙ্কিত।”

প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। এলাকায় মাইকিং করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকায় ব্লিচিং পাউডার দিতে বলা হয়েছে। যে কোনও ধরনের পোকা দেখলেই সতর্ক থাকার কথা বলা হয়েছে।