Jalpaiguri: খাবারের লোভ দেখিয়েই….নাবালিকাকেও ছাড়ল না দাদু

Jalpaiguri: উল্লেখ্য, এর আগে একাধিকবার এই ঘটনা ঘটেছিল। উত্তর ২৪ পরগনার বাগদাতে খাবারের লোভ দেখিয়ে যৌন হেনস্থা করার অভিযোগে তৃণমূলের ৭৪ বছরের প্রাক্তন বুথ সভাপতিকে।

Jalpaiguri: খাবারের লোভ দেখিয়েই....নাবালিকাকেও ছাড়ল না দাদু
গ্রেফতার দাদু Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 24, 2025 | 1:48 PM

জলপাইগুড়ি: এক শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ।

মিষ্টি কিনে দেওয়ার নামে ওই নাবালিকাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। জলপাইগুড়ি মহিলা থানা সূত্রে খবর, নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তারই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পক্সো আদালতের সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ধৃতকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পক্সো আদালতের বিচারক রিন্টু সুর।

উল্লেখ্য, এর আগে একাধিকবার এই ঘটনা ঘটেছিল। উত্তর ২৪ পরগনার বাগদাতে খাবারের লোভ দেখিয়ে যৌন হেনস্থা করার অভিযোগে তৃণমূলের ৭৪ বছরের প্রাক্তন বুথ সভাপতিকে। পরবর্তীতে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, ৭৪ বছরের প্রতিবেশী দাদু খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করেন । নাবালিকা পরিবারের কাছে জানাতেই পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে বাগদা খানার পুলিশ ।